চুল সিল্কি করার কয়েকটি ঘরোয়া উপায়

 

চুল সিল্কি করার কয়েকটি ঘরোয়া উপায়

চুল সিল্কি করার উপায়ঃআসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন।ঘন কাল সিল্কি চুল আমাদের সকলেরই পছন্দের।আর প্রত্যেক নারীই স্বপ্ন থাকে তার চুলগুলো ঘন, কালো সিল্কি এবং যেন ঝলমলে হয়

তারা তাদের চুলগুলো ঠিক এমন চাই যেন তাদের চুল বাতাসের সাথে খেলা করতে পারে।বর্তমান সময়ে সুদূর নারীরা নয়-পুরুষরাও তাদের চুলের যত্ন নিয়ে খুব সচেতন।

পুরুষরা এখন চাই যে তারা তাদের সিল্কি চুলের দারুন স্টাইল দেখাবে তাদের প্রিয়জনদের কাছে। আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমি আপনাদেরকে চুল সিল্কি করার দারুন কয়েকটি উপায় সম্পর্কে বলব আর এই উপায়গুলো যদি আপনি জানেন তাহলে আপনাকে বাজার থেকে দামি দামি প্রোডাক্ট কিনতে হবে না।

তাছাড়া অনেকে আছেন আমাদের মধ্যে যারা পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে থাকেন চুল সিল্কি করার জন্য। আপনি চাইলে ঘরে বসেই এই উপাদানগুলোর মাধ্যমে অতি দ্রুত আপনার চুল সিল্কি এবং সুন্দর করে তুলতে পারবেন। তাহলে চলুন দেরী না করে জেনে নেওয়া যাক চুল সিল্কি করার সহজ কয়েকটি উপায় সম্পর্কেঃ

চুল সিল্কি করার উপায়


ডিম মধু ও লেবুর প্যাক


আপনার চুল পড়া বন্ধ করতে রুক্ষ হয়ে যাওয়া চুল মজবুত লম্বা ও ঘন করতে এই তিনটি উপাদান সাধারণত অনেক কার্যকারী। ডিমের ভেতরে রয়েছে পর্যাপ্ত পরিমাণে সালফারের যা সাধারণত আপনার চুলকে গোড়া থেকে মজবুত করে চুলের স্বাস্থ্য উন্নতি করতে সাহায্য করে থাকে।

আর লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও সাইট্রিক এসিড ও অ্যান্টিঅক্সিডেন্ট যা সাধারণত চুলকে ভেতর থেকে পুষ্টি জুগিয়ে চুলের দ্রুত বৃদ্ধি ঘটাতে সাহায্য করে থাকে। আর মধু সাধারণত আমাদের চুলের আগা ফাটা রোধ করে থাকে। আপনি চুল সিল্কি করার জন্য এই উপাদান গুলি ব্যবহার করতে পারেন।

ব্যবহারবিধি


প্রথমে আপনাকে এই জন্য একটি পাত্রে দুইটি ডিমের সাদা অংশ নিয়ে তার সাথে ২ টেবিল চামচ মধু ও ১ চা চামচ লেবুর রস নিয়ে ভালোভাবে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে।তারপর ওই মিশ্রণের সাথে ২ চা চামচ নারকেল তেল দিয়ে ভালো করে মিশিয়ে ফেলতে হবে।

আপনি এই মিশ্রণটি গোসল করার এক ঘন্টা আগে আপনার চুলে খুব সুন্দর করে ম্যাসেজ করে লাগিয়ে ফেলুন। তারপর এক ঘণ্টা অপেক্ষা করে হালকা শ্যাম্পু দিয়ে মাথা সুন্দর করে ধুয়ে ফেলুন। আর চুল খুব ভাল করে ধুতে হবে যেন চুলে ডিমের গন্ধ না থাকে।

আপনি যদি এই প্যাকটি সপ্তাহে অন্তত একবারও ব্যবহার করেন তাহলে আপনার চুল হবে ঘন সুন্দর এবং সিল্কি।চুল সিল্কি করার উপায়ের মধ্যে এটিও দারুণ একটি উপায় ।

পাকা কলা ও মধুর প্যাক


চুলের যত্নে কলার উপকারিতার কথা আমরা সকলেই জানি। সাধারণত চুল পড়া বন্ধ করতে এবং চুলের গোড়া মজবুত করার জন্য পাকা কলা খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। কলা চুলকে করে তোলে দ্রুত লম্বা মোলায়েম এবং ঝলমলে।

কেননা কলাতে বিদ্যমান রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেড, পটাশিয়াম ও ভিটামিন। সাধারণত কলা চুলের খুশকি দূর করার সাথে সাথে আমাদের চুলের রুক্ষতা দূর করে থাকে। যা সাধারণত আমাদের চুল পড়া দূর করতে সাহায্য করে থাকে।

আর মধুর ভিতরে থাকা প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট চুল ভেঙে যাওয়া রোধ করে চুলের উজ্জ্বলতা ও পুষ্টি রোধ করে থাকে।চুল ঘন এবং লম্বা করার জন্য মধুর উপকারিতা কথা বলাই বাহুল্য।

চুল স্ট্রেইট করার
জন্য কলার এবং মধুর এই প্যাকটি আপনারা ব্যবহার করতে পারেন।

ব্যবহারবিধি


প্রথমে আপনাকে এর জন্য একটি পাকা কলা নিতে হবে এবং সেই কলা ব্লাডারে রেখে ব্লেন্ড করে নিতে হবে।এবার এর সাথে দুই চামচ মধু এবং এক চামচ নারকেল তেল নিয়ে খুব সুন্দর করে মিশ্রণটি তৈরি করে ফেলতে হবে।

এবার এই মিশ্রণটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত খুব সুন্দর করে লাগাতে হবে। তারপর শ্যাম্পু দিয়ে চুল সুন্দর করে ধুয়ে ফেলতে হবে। আপনি যদি এই প্যাকটির সর্বোচ্চ উপকারিতা পেতে চান তাহলে সপ্তাহে ২ বার ব্যবহার করতে পারেন।আপনি এই প্যাকটি ব্যবহার করলে আপনার চুল পড়া বন্ধ হয়ে গিয়ে আপনার চুল হবে অনেক সিল্কি এবং সুন্দর।


ভিটামিন ই এবং লেবুর প্যাক


চুলের যত্নে লেবুর উপকারিতা কথা তো আপনারা কম বেশি সকলেই জানেন। চুল সিল্কি রাখার জন্য লেবু হচ্ছে খুবই কার্যকরী একটি উপাদান। লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং সাইট্রিক এসিড যা সাধারণত আমাদের চুল পড়া কমে চুল দ্রুত বৃদ্ধি করার জন্য সহায়ক।

আর ভিটামিন-ই মূলত চুল পড়া কমিয়ে চুলের স্বাস্থ্য ঠিক রাখতে সাহায্য করে থাকে।তাছাড়া এটি চুলের আগা ফাটা রোধ করে চুলকে উজ্জ্বল ও সিল্কি করে তোলে।

ব্যবহারবিধি


আপনাকে চুল সিল্কি করার এই অসাধারণ একটি বানাতে হলে একটি পাত্রে ২ টেবিল চামচ রেগুলার শ্যাম্পু নিতে হবে। আপনি সাধারণত যে শ্যাম্পু ব্যবহার করেন তাঁর সাথে একটি ভিটামিন ই ক্যাপসুল ও লেবুর রস ভালোভাবে মিশিয়ে একটি প্যাক তৈরি করতে হবে। তবে এই হেয়ার প্যাক টি চুলের ঘনত্বের উপর ভিত্তি করে বাড়িয়ে বা কমিয়ে নেওয়া যায়।

আপনি চাইলে এই হেরপেটিক গোসলের কিছুক্ষণ আগে মাথায় শ্যাম্পু ব্যবহারের মতো করে ব্যবহার করতে পারেন। আপনি চাইলে এই হেয়ার প্যাক টি আপনি নিয়মিত ব্যবহার করতে পারেন। সহজভাবে বলতে গেলে আপনি যখনই আপনার মাথায় শ্যাম্পু লাগাবেন তখন আপনি শ্যাম্পুর সাথে ভিটামিন ই এবং লেবুর রস একসাথে মিশিয়ে নেবেন তাহলে এটি আপনার চুলের জন্য খুবই উপকারী হবে। আর শুধু তাই নয় এর মাধ্যমে আপনার চুল সকল সময় নরম সিল্কি এবং ঝলমলে থাকবে।

অ্যালোভেরা ও লেবুর প্যাক


চুলের যত্নে অ্যালোভেরার উপকারিতা কথা আর নতুন করে বলা লাগবে না। আপনারা কম বেশি সকলেই জানেন যে চুলের যত্নে অ্যালোভেরার উপকারিতা।

চুলের যত্নে অ্যালোভেরার চেয়ে ভাল উপাদান আর হয়তো পাওয়া যাবে না। সাধারণত চুলের স্বাস্থ্য ঠিক রেখে সঠিক পুষ্টি জোগাতে অ্যালোভেরার জুড়ি নেই।

লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট যা চুলের স্বাস্থ্য ঠিক রেখে চুল দ্রুত বৃদ্ধি এবং সুন্দর করতে সাহায্য করে থাকে। তাহলে চলুন জেনে নেয়া যাক এই মিশ্রণটি কিভাবে তৈরি করবেনঃ

ব্যবহারবিধি


এর জন্য প্রথমে আপনার চুল শ্যাম্পু করে নিতে হবে এবং চুল ভালো করে ধুয়ে শুকিয়ে নিতে হবে।তারপর আপনাকে একটি পাত্র নিতে হবে এবং সেই পাত্রে ২ চামচ অ্যালোভেরার জেল নিতে হবে।

তারপর তার সাথে আধা চামচ লেবুর রস নিয়ে সেটা ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে।আপনার চুলের ঘনত্ব যদি এই ক্ষেত্রে অনেক বেশি হয় তাহলে আপনি অ্যালোভেরার পরিমাণ ও লেবুর রসের পরিমাণ খানিকটা বাড়াতে পারেন।

মিশ্রণটি তৈরি হয়ে গেলে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত আঙ্গুল দিয়ে টেনে টেনে সুন্দর করে ম্যাসেজ করতে হবে।তারপর চুলে এই মিশ্রণটি ২০ মিনিট রাখার পর নরমাল পানি দিয়ে আপনার চুল ধুয়ে ফেলুন।

সাধারণত এটি চুলের ক্ষেত্রে এতটাই কাজ করে থাকে যে আপনি একবার লাগালে বুঝতে পারবেন। এটা একবার ব্যবহারে আপনার চুল হয়ে উঠবে রেশমি সিল্কি এবং ঝলমলে। আর যারা সাধারনত নিয়মিত চুল কালার করতে পছন্দ করেন তারা চাইলে এই প্যাকটি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন।

ডিমের সাদা অংশ ও পাতিলেবুর রস


ডিমের সাদা অংশ চুল সিল্কি করতে সাহায্য করে থাকে। আর সাধারনত এই প্যাকটি তৈরি করতে ডিমের সাদা অংশ মধু এবং পাতিলেবুর রস এবং নারিকেল তেল লাগবে।

এই প্যাকটি মূলত চুলে পুষ্টিগুণ বজায় রেখে চুল করে তোলে সিল্কি এবং ঝলমলে।আপনারা চাইলে এই প্যাকটি খুব সহজেই ঘরে তৈরি করে ফেলতে পারবেন। এটি নিয়মিত ব্যবহার করার ফলে আপনার চুল হয়ে উঠবে আরও সিল্কি এবং ঝলমলে।চুল সিল্কি করার উপায় গুলোর মধ্যে এটি ও কার্যকরী একটি উপাদান।

ব্যবহারবিধি


একটি ডিমের সাদা অংশ নিয়ে ভালোভাবে ফাটিয়ে নিতে হবে।তারপর এর সাথে একটি পাতি লেবুর রস এবং দুই চামচ মধু ও দুই চামচ নারিকেল তেল মিশিয়ে নিন।

তারপর এই প্যাকটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত খুব সুন্দর করে ম্যাসেজ করে লাগিয়ে নিন।তারপর ৩০ থেকে ৪০ মিনিট পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিবেন।

আপনি যখন চুলে ডিমের প্যাক ব্যবহার করবেন তখন এর জন্য বাজে গন্ধ আসতে পারে সেজন্য অবশ্যই চুল আরো ভালো করে ধুয়ে নিতে হবে যাতে ডিমের গন্ধটা না থাকে। আপনি চাইলে এই প্যাকটি সপ্তাহে এক থেকে দুই দিন ব্যবহার করতে পারেন তাহলে আপনার চুল সিল্কি করার জন্য খুবই ভালো হবে।

আমাদের শেষ কথা


আপনারা চাইলে চুল সিল্কি করার উপায় গুলো ঘরে ব্যবহার করার মাধ্যমে আপনারা আপনাদের খরচ অনেকাংশে কমিয়ে চুল খুব সহজেই সিল্কি করতে পারেন। আপনি যখন বিভিন্ন ধরনের রাসায়নিক প্রসাধনী বাজার থেকে কিনে চুল সিল্কি করার জন্য ব্যবহার করে থাকেন এর ফলে আপনার চুলের যেমন এক দিক থেকে ক্ষতি হবে তেমনি আপনার খরচ বেশি হবে। তাই আপনি চাইলে ঘরে বসেই চুল সিল্কি করার জন্য এই ঘরোয়া উপায় গুলো ব্যবহার করতে পারেন।


আরো দেখুন

চুল স্ট্রেইট করার নিয়ম

 রসুন খাওয়ার কয়েকটি উপকারিতা


Next Post Previous Post