বিটিআরসি মোবাইল চেক করার নিয়ম
বিটিআরসি মোবাইল চেকঃবাংলাদেশের সাধারণত আমরা যেসব বৈধ মোবাইল গুলো ব্যবহার করে থাকি সেগুলো সবই বিটিআরসি দাঁড়া রেজিস্ট্রেশন করা। আর বিটিআরসির দ্বারা রেজিস্ট্রেশন ছাড়া যেসব মোবাইল গুলো ব্যবহার করা হয়ে থাকে সেগুলো মূলত অবৈধ ফোন বা তাদেরকে আরো আনঅফিশিয়াল মোবাইল বলা হয়ে থাকে।
বিটিআরসির মাধ্যমে আপনারা বুঝতে পারবেন আপনাদের যে মোবাইলটি ব্যবহার করছেন সেটা বৈধ কিনা অবৈধ। যারা সাধারণত নতুন স্মার্টফোন ব্যবহারকারী তারা মাঝে মধ্যে এই সমস্যায় পড়ে থাকেন। আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা বিটিআরসির মাধ্যমে মোবাইল চেক করবেন। তাহলে চলুন দেরী না করে জেনে নেয়া যাক বিস্তারিতঃ
বিটিআরসি মোবাইল চেক
আপনারা যে কেউ চাইলে আপনার হাতে থাকা হ্যান্ডসেট মোবাইল এর বৈধতার বিষয়ে খুব সহজেই জানতে পারবেন বিটিআরসির মাধ্যমে। আপনারা উপরের নিম্নলিখিত কিছু বিষয় অবলম্বন করলেন খুব সহজেই আপনার মোবাইল ফোনটি যাচাই করতে পারবেন অবৈধ কিনা বৈধ।নিচে আপনাদের ধাপে ধাপে প্রক্রিয়াটি বলা হলোঃ
★প্রথমে এর জন্য আপনাদেরকে মোবাইল হ্যান্ডসেটে *১৬১৬১# নাম্বারে প্রথমে আপনাদের ডায়াল করতে হবে। আর স্কিন অপশন আসলে স্ট্যাটাস চেক অপশনে সিলেক্ট করতে হবে।
★তারপর অটোমেটিক একটি বক্স আসবে এবং সেই বক্সের ভিতরে আপনার মোবাইলের ১৫ ডিজিটের আইএমআই নাম্বার টি প্রেরণ করতে হবে।
★গ্রাহকের মোবাইলে তখন হ্যা না সম্বলিত একটি বক্স আসবে।তাতে আপনাদেরকে হ্যাঁ সিলেক্ট করে নিশ্চিত করতে হবে।
★তারপরে ফিরতি মেসেজে মোবাইলে হ্যান্ডসেটের হালনাগাদ অবস্থান জানানো হবে এবং এর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার হাতে থাকা মোবাইলটি বিটিআরসি দ্বারা অনুমোদিত কিনা।
তাছাড়া আপনারা চাইলে neir.btrc.gov.bd এই লিঙ্কে গিয়ে বিদ্যমান সিটিজেন পোর্টাল এবং মোবাইল অপারেটরের কাস্টমার সেন্টারে ফোন দিয়ে আপনি এই সেবাটি নিতে পারেন।
আমাদের শেষ কথা
যারা হাতে থাকা স্মার্টফোনটির বৈধতা যাচাই করতে চান তারা বিটিআরসির মাধ্যমে মোবাইল চেক খুব ভালোভাবে করতে পারবে। বিটিআরসির মাধ্যমে মোবাইল চেক করার নিয়ম আপনাদেরকে খুব ভালোভাবে বলা হয়েছে।তারপরে আপনাদের যদি কোন প্রশ্ন থেকে থাকে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন।