টেলিটক সিমের নাম্বার দেখার কোড ও সকল প্রয়োজনীয় কোড ২০২৪

টেলিটক সিমের নাম্বার দেখার কোড ও সকল প্রয়োজনীয় কোড ২০২৪

টেলিটক সিমের সকল কোডঃআসসালামুআলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজকের আর্টিকেলে আজ আপনাদের সাথে আলোচনা করবো টেলিটক সিমের সকল  প্রয়োজনীয় কোড ২০২৪ নিয়ে।

বর্তমানে যত দিন যাচ্ছে ততই যেন টেলিটক সিম ব্যবহারের সাথে সাথে এর চাহিদা অনেক বেড়ে যাচ্ছে। টেলিটক সিম বাংলাদেশের সকল স্থানে তেমন ভাবে না পৌঁছালেও এই সিম কোম্পানির কিন্তু অনেকেরই সেবা দিয়ে যাচ্ছে ইতিমধ্যে। 

আর এই সিমটি যেহেতু বহুল প্রচলিত নয় তাই এই সিমের কোড এবং মিনিট অফার সম্পর্কে আমাদের অনেকের তেমন জানা নেই। যেমন ধরুন এই সিমের কলরেট মিনিট দেখার কোড এবং এমবি দেখার কোড এসব কিন্তু আমরা তেমন কেউই জানিনা। 

তাই সাধারণত আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমি আপনাদের সাথে আলোচনা করেছি টেলিটক সিমের সকল প্রয়োজনীয় কোড নিয়ে। আপনারা এই পোস্টটি পড়ার মাধ্যমে টেলিটক সিমের সকল প্রয়োজনীয় কোড পেয়ে যাবেন। 


টেলিটক সিমের সকল কোড 202৪


টেলিটক সিমের ব্যালেন্স চেক করার কোড 

আপনারা যদি টেলিটক সিমের ব্যালেন্স চেক করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে *152# ডায়াল করতে হবে।


টেলিটক সিমের মিনিট চেক করার কোড 

আপনাকে টেলিটক সিমের এসএমএস চেক করার জন্য ডায়াল করতে হবে *152#।


টেলিটক সিমের টাকা কাটা বন্ধ করার সকল সার্ভিস সমূহের কোড 

আপনার টেলিটক সিমের যদি অযথা টাকা কেটে নিয়ে থাকে তাহলে আপনি এই কোডগুলো ডায়াল করার মাধ্যমে আপনার টেলিটক সিমের টাকা কাটা বন্ধ করতে পারবেন। 

টেলিটক সিমের টাকা কাটার সার্ভিস বন্ধ করতে আপনার মোবাইল থেকে Stop all লিখে 335 নাম্বারে পাঠিয়ে দিতে হবে তাহলে আপনার টাকা কাটা বন্ধ হয়ে যাবে।

পরিশেষে,আপনারা যদি একটেল সিমের প্রয়োজনীয় কোড এই আর্টিকেলের মাধ্যমে খুঁজে না পান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান এবং আমাদের আর্টিকেলটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করুন। 

Next Post Previous Post