স্মার্ট ওয়াচ কিভাবে ব্যবহার করতে হয় | স্মার্ট ওয়াচ এর সুবিধা
বর্তমান দিনে ঘড়ি ব্যাবহার করেন না এমন মানুষ হয়তো অনেক কম আছেন। কোথাও যাওয়ার সময় হাতে একটি ঘড়ি থাকলে বিষয়টা দেখতে অনেকটা ভালোই লাগে। এটি আমাদের ব্যাক্তিত্বের মাঝে এক ধরনের আভিজাত্য এনে দেয়। এইক্ষেত্রে স্মার্ট ঘড়ি বা স্মার্ট ওয়াচ এর নামও নিশ্চই আপনি শুনে থাকবেন।
স্মার্ট ওয়াচ |
স্মার্ট ফোনের পরপরই যে অধুনিক যন্ত্রটি আমাদের মাঝে জায়গা করে নিয়েছে সেটি জল বর্তমানের স্মার্ট ওয়াচ (smart watch)। যদিও অনেক কম সংখ্যক মানুষ এই স্মার্ট ঘরিগুলো ব্যবহার করে, তাও আমরা সবাই কমবেশি এই স্মার্ট ওয়াচ এর সাথে পরিচিত।
স্মার্টফোনের বিকল্প হিসেবেও একটি স্মার্ট ওয়াচ ব্যবহার করতে পারি আমরা। বন্ধুরা আজকের এই আর্টিকেলে আমরা স্মার্ট ওয়াচ সম্পর্কে জানতে পারবো। তাই সকল কিছু জানতে আর্টিকেলটা মনোযোগ সহকারে পড়ুন।
স্মার্ট ওয়াচ কি?
স্মার্ট ওয়াচ এমন একটি অত্যাধুনিক ইলেকট্রনিক ডিভাইস বা যন্ত্র যেটিকে মূলত আমরা ঘড়ি হিসেবে জানি। কিন্তু ওয়াচ বলে যে এই ইলেকট্রনিক ডিভাইস এর মাধ্যমে শুধুমাত্র সময় দেখা যাবে তা কিন্তু নয়। বর্তমান সময়ের এই স্মার্ট ওয়াচ এর মধ্যে দেওয়া হয়েছে বিভিন্ন ফিচার।
এটির মাধ্যমে আপনি মোবাইলের মত সিম ব্যবহার থেকে শুরু করে মেমোরি কার্ড লাগানো, মেসেজ, ছবি তোলা সবকিছুই করতে পারবেন। অসাধারণ সব ফিচার এর কারণে বর্তমানে এই ঘড়ি গুলো অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। তবে শুধুমাত্র যে ঘড়ি বা মোবাইল হিসেবে এটিকে ব্যবহার করবেন তা কিন্তু না বেশ কিছু কাজে আপনাকে দিক নির্দেশনা দিবে এই স্মার্ট ওয়াচটি।
smart watch গুলো ব্যবহার করলে আপনি নানাবিধ সুবিধা পাবেন যেগুলো আপনার অত্যন্ত কাজের। তবে চলুন smart watch ব্যবহার করে আমরা কি কি সুযোগ সুবিধা গুলো পেতে পারি সেগুলো সম্পর্কে জানা যাক।
Smart Watch ব্যাবহারের সুবিধা?
ডিজিটাল এই ডিভাইস ব্যবহারে আমরা বেশ কিছু সুবিধা পেতে পারি। চলুন সেগুলো সম্পর্কে জানা যাকঃ
Notification সুবিধা
আমাদের স্মার্ট ফোনে নানান ধরনের নোটিফিকেশন আসে। আমরা আমাদের ফোনটি বেশিরভাগ আনলক করি সেই নোটিফিকেশন গুলি চেক করার জন্যে। এক্ষেত্রে বার বার যেকোনো জায়গায় আমাদের মোবাইলটি বের করে তারপর আনলক করে নোটিফিকেশন গুলো চেক করতে হয়।
কিন্তু স্মার্ট ঘড়ির ক্ষেত্রে আপনি মোবাইল ফোন বের করার কোন প্রকার ঝামেলা ছাড়াই নোটিফিকেশন চেক করে সেগুলো রেসপন্স করতে পারবেন।
ফিটনেস আপডেট
কেমন হয় যদি একটি ঘড়ি আমাদের প্রতিদিনের ফিটনেস বা স্বাস্থ্যের আপডেট দেয় এবং কতটুকু খেতে হবে, কতটুকু ঘুমাতে হবে, কতটুকু ওয়ার্কআউট করলে ভালো হবে, কতটুকু কলোরি আমাদের শরীর থেকে খরচ হলো সবকিছুই মাত্র ১-২ মিনিটে জানায়।
এই ঘড়িটি ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার হেলথ বা ফিটনেস এর আপডেট দেখতে পারবেন। এই ঘড়িটিতে হার্ট রেট সেন্সর ব্যবহার করা হয়েছে, যার ফলে আপনি আপনার রেগুলার হার্ট রেট এর আপডেট এবং করণীয় জানতে পারবেন।
এখানে আরও রয়েছে স্টেপ কাউন্টার, যেটি আপনি দৈনিক কত পরিমাণে হেঁটেছেন সেটি আপনাকে জানিয়ে দিবে। এই আপডেট অনুযায়ী আপনি আপনার জন্য একটি হেলথচার্ট বানিয়ে নিতে পারবেন। শুধুমাত্র ঘড়িটি হতে রাখলে, এটি আপনার শারিরীক অবস্থা নিখুঁত ভাবে পরিমাপ করে আপনাকে জানিয়ে দিবে যেকোন সময়ে।
দ্রুত সময়ে কল রিসিভ ও মেসেজ এর রেসপন্স
যেকোনো সময় আমাদের হাতের কাছে আমাদের স্মার্ট ফোনটি না থাকায় আমরা অনেক সময় আমাদের প্রিয় জনদের কল বা মেসেজ মিস করে ফেলি। কিন্তু স্মার্ট ঘড়ির ব্যবহার করে অত্যন্ত দ্রুতই আপনি যেকোন কল রিসিভ এবং যেকারো মেসেজ এর রিপ্লাই দিতে পারবেন।
Find Phone অপশনের সুবিধা
অনেক সময় আমরা আমাদের মোবাইল ফোনটি সাইলেন্ট করে রাখার কারণে কল দিয়েও খুঁজে পাইনা, অথবা কোথায় রেখেছি মনে পড়েনা। এক্ষেত্রে ব্লুটুথ দিয়ে স্মার্ট ওয়াচ এর সাথে পেয়ার করা থাকলে কখনো যদি ফোন খুঁজে পান তাহলে জিপিএস এর সাহায্যে খুব সহজে খুজে পাবেন। ফাইন্ড ডিভাইস অপশন দ্বারা এই কাজটি করতে হবে এবং জিপিএস সবসময় অন থাকা লাগবে।
ঘুম ও অ্যালার্ম এর ক্ষেত্রে
কত ঘন্টা ধরে আপনি ঘুমিয়েছেন, এবং এর মধ্যে কতক্ষন গভীর ঘুমে ছিলেন আর কতক্ষন হালকা ঘুমে ছিলেন সকল তথ্য বলে দিবে আপনার হাতে থাকা স্মার্ট ওয়াচটি। তবে এই ফিচারটি উপভোগ করার জন্য আপনাকে ঘুমানোর আগে এই ঘড়িটি পরিধান করে ঘুমাতে হবে।
অ্যালার্ম এর ক্ষেত্রে দেখা যায় অনেক সময় আমাদের মোবাইল এর আলার্মে আমাদের ঘুম ভাঙতে দেরি হয়, যার কারণে আমরা আমাদের কাঙ্খিত সময়ে উঠতে পারি না ঘুম থেকে। তবে স্মার্ট ওয়াচ পড়ে ঘুমালে এর ভাইব্রেট এর জন্যে আপনি অ্যালার্ম বাজার সাথে সাথে ঘুম থেকে উঠে যেতে পারবেন। এছাড়াও রয়েছে টাইমার এবং টাইম কাউন্টার এর মত ছোট খাটো অনেক ধরনের সুবিধা।
Smart Watch Entertainment
এই ধরনের স্মার্ট ঘড়ি গুলো ব্যবহার করে বেশ কিছু মজা আপনারা উপভোগ করতে পারবেন। এর মধ্যে মিউজিক, ভিডিও সহ সকল ধরনের ফিচার আপনারা পেয়ে যাবেন। স্মার্টফোন ছাড়াই মিউজিক শুনতে পারবেন।
রিচার্জেবল ব্যাটারি
আমাদের অনেকের মাঝে ব্যাটারী চার্জ নিয়ে দুশ্চিন্তা থাকে। স্মার্ট ওয়াচ গুলোতে রিচার্জেবল ব্যাটারি থাকে, যেগুলো খুব সহজে যেকোনো জায়গায় চার্জ করিয়ে নেওয়া যায়।
টাচ স্ক্রীন এর সুবিধা
এই ঘড়িটি মূলত টাচ এর মাধ্যমে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন। একটি টাচ স্ক্রিন মোবাইলের মতই এই ঘড়িটি আপনি টাচ এর মাধ্যমে চালাতে পারবেন। সময়ের সাথে এই স্মার্ট ঘড়িগুলোতে যুক্ত হচ্ছে নতুন সব ফিচার। আর তাই নানান ফিচার পেতে আজই কিনতে পারেন এই স্মার্ট ওয়াচ। এক্ষেত্রে অনেকে ভাবেন যে স্মার্ট ওয়াচ এর বাজেট কিরকম হতে পারে।
আপনি কত দামের নিবেন সেটির উপর বাজেট নির্ভর করছে। যেমন আপনি চাইলে ৮০০ টাকা দিয়ে একটি স্মার্ট ওয়াচ কিনে নিতে পারেন আবার চাইলে ২০০০ টাকা দিয়ে একটি স্মার্ট ওয়াচ কিনে নিতে পারেন। আপনি আপনার বাজেট অনুযায়ী যেকোনো ঘড়ি কিনে নিতে পারেন।
তবে ব্যক্তিগতভাবে আমি যেই স্মার্ট ওয়াচ ব্যবহার করছি সেটি হলো Haylou RS3 Smart Watch, আমার কাছে এটিকে অনেক ভালোই মনে হয়েছে। অন্যান্য সব স্মার্ট ঘড়ির মত এইখানে রয়েছে হেলথ ট্রেকিং এর সুবিধা। এছাড়াও আপনি কত ঘন্টা হেঁটেছেন, কত সময় ওয়ার্কআউট করেছেন সব তথ্য আপনি পেয়ে যাবেন।
প্রতিদিনের কত পরিমাণে ক্যালোরি আপনার ব্যয় হয়েছে সেটি আপনি জানতে পারবেন। তাছাড়া অন্যান্য সব স্মার্ট ওয়াচ এর মতই সকল সুবিধা রয়েছে এইখানে।
জনপ্রিয় ব্র্যান্ড এর স্মার্ট ওয়াচ?
অ্যাপেল
এটি একটি আমেরিকান কোম্পানি। অ্যাপেল কোম্পানি বিশ্বব্যাপী ভালো মানের ডিজাইন ও উন্নত মানের প্রযুক্তি সমৃদ্ধ স্মার্ট ওয়াচ উৎপাদন করে থাকে। স্মার্ট ওয়াচ এর বাজারে অত্যন্ত জনপ্রিয় হচ্ছে অ্যাপেল smart watch গুলো।
আসুস
অন্যান্য সব অত্যাধুনিক ইলেকট্রনিক পণ্য উৎপাদনের সাথে সাথে আসুস বিশ্বব্যাপি নতুন প্রজন্মের জন্য তৈরি করছে আসুস স্মার্ট ওয়াচ। এছাড়াও রয়েছে সনি এবং মটোরোলা এর মত ভালো ভালো কোম্পানিগুলো।
শেষ কথা
স্মার্ট ওয়াচ গুলো সত্যিই অনেক নতুন নতুন ফিচারে ভরপুর। কেউ এটিকে কিনেন নিজেদের ইচ্ছে পূরণের জন্য আবার কেউবা কিনেন এই ঘড়িগুলোর নানান ফিচার গুলো উপভোগ করার জন্য। তবে এই ঘড়ি গুলো হাতে থাকলে আমাদের ব্যাক্তিত্বের মধ্যে এক ধরনের আভিজাত্য চলে আসে এবং দেখতেও বেশ ভালো লাগে।
বন্ধুরা স্মার্ট ওয়াচ নিয়ে আজকের আর্টিকেলে ছিল এই পর্যন্ত। আর্টিকেলটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ