অনলাইনে ভিসা চেক করার নিয়ম
একটা সময় ভিসা চেক করতে গিয়ে আমাদের পড়তে হতো বিভিন্ন ঝামেলার মুখোমুখি। এছাড়াও বাহিরে ভিসা চেক করানোর জন্য আমাদের খরচ করতে হতো টাকা। এটি ইন্টারনেটের কল্যাণে এখন অনলাইন দ্বারা আমরা যেকোন কাজ খুব সহজেই কম সময়ের মধ্যে সম্পাদন করতে পারে।
ভিসা চেক করার নিয়ম |
আপনার হাতে যদি একটি স্মার্টফোন থাকে এবং যদি থাকে ইন্টারনেট সংযোগ তাহলে আপনি ঘরে বসে ভিসা চেক করতে পারবেন অনেক সহজে। হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন। এমনিতে এই কাজটি অনেক আগে থেকে প্রচলিত। অর্থাৎ ঘরে বসে এখন মানুষ চাইলে তাদের বিভিন্ন দেশের ভিসা চেক করতে পারে। এক এক দেশের ভিসা চেক করার জন্য একেক ধরনের ওয়েবসাইট দ্বারা আমরা আমাদের কার্য সম্পাদন করতে পারি।
তবে আর্টিকেলটা পড়ার আগে যদি আপনারা মনে করে থাকেন নিজের ঘরে বসে ভিসা চেক করাটা বেশ কঠিন একটি কাজ তাহলে অবশ্যই ভুল করবেন। আর তাই আজকের আর্টিকেলটা মনোযোগ সহকারে পড়ুন, ঘরে বসে ভিসা চেক এর বিষয়ে বিস্তারিত ভাবে জেনে নিতে পারবেন। তবে চলুন মূল বিষয় নিয়ে আলোচনায় ফেরা যাকঃ
ঘরে বসে ভিসা চেক করবেন কিভাবে?
এমনিতে অসংখ্য দেশের ভিসা ঘরে বসে চেক করা যায়। তবে যত দেশ রয়েছে সবগুলোর ভিসা চেক করা নিয়ে বলতে গেলে আর্টিকেলটা ভীষণ বড় হবে। আজকের আর্টিকেল দ্বারা আমরা কমন কয়েকটি দেশের ভিসা চেক করা নিয়ে জানবো। দেশগুলোর মধ্যে আছে সৌদিআরব, কাতার, ইন্ডিয়া।
বাকি কয়েকটি দেশের Visa Check করার ওয়েবসাইট লিংক আর্টিকেল এর শেষে দেওয়া থাকবে। নিচে বেশ কয়েকটি ভিসা চেক করার ওয়েবসাইট লিংক দিয়ে দেওয়া হলোঃ
অনলাইনে ভিসা চেক করার ওয়েবসাইটঃ
Tanzania: http://www.tanzania.go.tz/
Kuwait: http://www.moi.gov.kw/
Pakistan: http://www.moitt.gov.pk/
Saudi Arabia: http://www.moi.gov.sa/
Dubai / United Arabamirat: http://www.moi.gov.ae/
Bangladesh: http://www.moi.gov.bd/
Cyprus: http://moi.gov.cy/
Nepal: http://www.moic.gov.np/
Albania: http://www.moi.gov.al/
Zambia: http://www.moi.gov.gm/
Jordan: http://www.moi.gov.jo/
India: http://labour.nic.in/
Kenya: http://www.labour.go.ke/
Singapore: http://www.mom.gov.sg/
Greece – http://www.mddsz.gov.si/en
Sri Lanka – http://www.labourdept.gov.lk/
South Africa: http://www.labour.gov.za/
Ghana: http://www.ghana.gov.gh/
Thailand: http://www.mfa.go.th/
Bahrain: http://www.mol.gov.bh/
Bhutan: http://www.molhr.gov.bt/
Colombia: http://www.labour.gov.bc.ca/esb/
Barbados: http://www.labour.gov.bb/
Cyprus: http://www.mfa.gov.cy/
Vietnam: http://english.molisa.gov.vn/
New Zealand – http://www.dol.govt.nz/
Namibia: http://www.mol.gov.na/
Maldeep – mhrys.gov.mv/
Myanmar: http://www.mol.gov.mm/
Lebanon: http://www.labor.gov.lb/
Poland: http://www.mpips.gov.pl/en
England: http://www.ukba.homeoffice.gov.uk/
Bulgaria – http://www.mlsp.government.bg/en
USA: http://www.dvlottery.state.gov/ESC or...
Spain: http://www.mtin.es/en
Ukraine: http://www.mlsp.gov.ua/
Uganda: http://www.mglsd.go.ug/
Palestine – http://www.mol.gov.ps/
Brunei – http://www.labour.gov.bn/
Yemen: http://www.dol.gov/
Netherlands: http://english.szw.nl/
Zambia: http://www.mlss.gov.zm/
Australia: http://www.workplace.gov.au/
Zimbabwe: http://www.dol.gov/
Philippine: http://www.dole.gov.ph/
Malaysia: http://www.mohr.gov.my/
Russia: http://www.labour.gov.on.ca/
ঘরে বসে সৌদিআরব এর ভিসা চেক?
সৌদিআরবের ভিসা চেক করার জন্য আপনার ফোন বা ল্যাপটপ এর যেকোনো ব্রাউজারে গিয়ে enjazit com sa লিখে সার্চ করুন। সার্চ করলে প্রথম রেজাল্টে একটি ওয়েবসাইট পাবেন যেখানে লক্ষ করবেন সবকিছু আরবি ভাষাতে দেখানো হচ্ছে।
ওয়েবসাইটে প্রবেশ করলে আপনার সামনে আরবিতে একটি এগ্রিমেন্ট চলে আসবে সেটি Close করে দিন। এরপর ওয়েবসাইট প্রবেশ করলে বাম পাশের কর্নারে দেখবেন English Language অপশন, সেখানে ক্লিক করলে আরবি ভাষা ইংরেজিতে হয়ে যাবে।
এখন আপনারা দুটি অপসন দেখতে পারবেন একটি Individuals অন্যটি Sectors & Organization, Individuals অপশনে ক্লিক করুন। এখন আপনারা Quary নামে একটি অপশন পেয়ে যাবেন, এই অপশনের আন্ডারে একটি ফর্ম পাবেন সেটিতে আপনার পাসপোর্ট বা ভিসা সম্পর্কিত তথ্য দিন।
দেওয়ার পর সার্চ অপশনে চাপ দিলে আপনি আপনার ভিসাটির সম্পর্কে বিস্তারিত তথ্য দেখতে পারবেন। এই ওয়েবসাইট দ্বারা সহজে কম সময়ের মধ্যে আপনি ঘরে বসে থেকে আপনার সৌদি আরবের ভিসার তথ্য জানতে পারবেন।
ঘরে বসে কাতার এর ভিসা চেক?
আমাদের দেশ থেকে প্রতি বছর বয়স্ক মানুষ কাতারের উদ্দেশ্যে যায়। কেননা বাংলাদেশের অনেক মানুষ কাতারে বিভিন্ন কাজ খুঁজতে গিয়ে থাকে। এক্ষেত্রে বিভিন্ন কারণে আমাদের কাতারের ভিসা চেক করার প্রয়োজন হয়ে থাকে। চলুন কিভাবে কাতারের ভিসা আমরা ঘরে বসে চেক করতে পারি সে বিষয়ে জানা যাক।
ওয়েবসাইটে প্রবেশ করলে আপনারা হোম পেজে তিনটি অপশন দেখতে পারবেন। Inquiries, E-Services, MOI Form.
আমরা যেহেতু ভিসা চেক করবো সেহেতু Inquiries ক্লিক করুন। ক্লিক করার পর আপনার সামনে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। এখন আপনারা বাম পাশে ছয়টি অপসন দেখতে পারবেন।
২ নং অপশনে Visa Inquiry নামে একটি অপশন পাবেন সেখানে ক্লিক করুন। ক্লিক করলে দুটি অপশন দেখবেন একটি Visa Approval Tracking এবং Visa Inquiry & Printing.
Visa Approval Tracking মানে হলো যে ভিসাগুলো অ্যাপ্রুভ হয়ে গিয়েছে সেগুলো আপনারা এই অপশন দ্বারা ট্র্যাক করতে পারবেন এবং Visa Inquiry & Printing হলো যে ভিসা এখনও প্রিন্টিং হয়নি।
আমরা যেহেতু অ্যাপ্রুভ হওয়া ভিসা চেক করবো তাই Visa Approval Tracking অপশনে ক্লিক করুন। ভিসা চেক করার জন্য আপনাকে একটি ফর্ম দেওয়া হবে।
এখানে আপনি আপনার ভিসার Application Number, Visa Type, Application Date, QID Sponsor, Nationality ইত্যাদি তথ্য দিয়ে ফর্মটি পূরণ করে ফেলুন। এরপর ক্যাপচা থাকলে সেটি পূরণ করে সাবমিট করলেই আপনার ভিসা সম্পর্কিত তথ্য আপনি দেখতে পারবেন।
ঘরে বসে ইন্ডিয়ার ভিসা চেক?
ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ। বিভিন্ন কারণে আমরা অনেকবার ভারত ভ্রমনে গিয়ে থাকি। ঘরে বড় ভারতের ভিসা চেক করাটা অনেক সহজ। এছাড়া যে ওয়েবসাইট দ্বারা ভারতের ভিসা চেক করবেন সেটি একটি বাংলাদেশী ওয়েবসাইট, যেটি বাংলাতে হওয়াতে সহজে আপনারা এই সাইট দ্বারা আপনার তথ্য দেখতে পারবেন।
Indian Visa Check করতে প্রথমে আপনার ফোনের ব্রাউজার থেকে সার্চ করুন ivacbd লিখে, প্রথমেই আপনারা এই সাইটটি দেখতে পাবেন।
সাইটে প্রবেশ করলে আপনারা বাম পাশে সবুজ হাইলাইট করা কিছু অপশন দেখতে পাবেন, তার মধ্যে 'ভিসা আবেদন ট্র্যাক' অপশনে ক্লিক করুন।
একটু নিচে আসলে তিনটি অপশন পাবেন, মূলত এখানে তিনটি কেন্দ্রের নাম থাকবে। আপনি যে কেন্দ্রে ভিসার আবেদন করেছেন সেটি নির্বাচন করুন।
এখন যে ইন্টারফেস আসবে সেখানে আপনি একটি ছোট ফর্ম দেখতে পাবেন, সেখানে আপনাকে প্রথম বক্সে যেকোনো Above code দেওয়া হতে পারে সেটি টাইপ করে দিন। এরপরের বক্সে Web File Number টি দিন।
এখন সাবমিট করলেই আপনি আপনার ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত তথ্য দেখতে পাবেন।
আপনাদের সুবিধার্থে আমি বেশ কিছু দেশের ভিসা চেক করার সাইটের লিংক নিচে নিয়ে দিচ্ছি। এসকল সাইটে প্রবেশ করে আপনি সহজে আপনার ভিসা সম্পর্কিত তথ্য নিতে পারবেন।
বি:দ্রঃ এই সাইটগুলোর মধ্যে কোনো কোনো লিংক কাজ নাও করতে পারে। যদি এই লিংক গুলোর মধ্যে যেকোনো লিংক কাজ করে না থাকে তাহলে দুঃখিত। কেননা এই ওয়েবসাইট গুলো বন্ধ করে দেওয়া হতে পরে যার ফলে একবার লিংক দ্বারা সেই সাইট গুলোতে প্রবেশ করতে পারছেন না।
তবে যদি কোনো লিংক কাজ না করে তাহলে আপনি সার্চ ইঞ্জিনে গিয়ে যে দেশের ভিসা চেক করতে চান সে দেশের নাম দিয়ে Visa Check লিখে সার্চ করলে আশা করি ওয়েবসাইট পেয়ে যাবেন। সূত্রটি হলো (দেশের নাম+ Visa Check Website)। উদাহরণ স্বরূপ America Visa Check Website, এভাবে আপনারা সহজে নিজের ভিসার তথ্য পেয়ে যাবেন।
আমাদের শেষ কথা
পরিশেষে বন্ধুরা আমি আশা করছি আপনারা ঘরে বসে ভিসা চেক করার বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন। আমি যে দেশগুলোর ভিসা চেক করা সম্পর্কে আপনাদের দেখিয়ে দিয়েছি সেগুলো ছাড়া অন্য কোনো দেশের ভিসা যদি আপনি চেক করতে চান তাহলে একটি আগে দেওয়া লিংক গুলো থেকে visa check করার ওয়েবসাইট গুলোতে গিয়ে সঠিক অপশন নির্বাচন করে আপনি আপনার visa Information চেক করতে পারবেন।
শুধু একটি বিষয় মাথায় রাখবেন Visa Check করতে আপনাকে আপনার Visa এর ইনফরমেশন অবশ্যই সাবমিট করতে হবে। আশা করছি আজকের আর্টিকেলটা আপনাদের সবার বেশ উপকারে আসবে। তবুও যদি Visa Check সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ