ঘরে বসে হাতে লিখে আয়ঃ অনলাইন থেকে কিছু অর্থ আয় করার ইচ্ছে আমাদের সবার মাঝে থাকে। বিশেষ করে ছাত্রজীবনে আমরা সবাই চাই নিজের হাত খরচের টাকা নিজে ইনকাম করে চালাতে।
আর অনলাইন এর মত বড় প্লাটফর্মে আয় করার অন্যতম একটি কৌশল হচ্ছে লেখালেখি করে আয় করা। বর্তমানে অসংখ্য মানুষ ঘরে বসে হাতে লিখে আয় করছে।
সত্যি বলতে আমি নিজে আমার উপার্জন ক্যারিয়ার শুরু করেছি ঘরে বসে লেখালেখি করার দ্বারা।
তবে অনেকেই প্রশ্ন করবেন, অনলাইনে কিভাবে হাতে লেখা সম্ভব। আসলে বিষয়টা তেমন নয়। আপনি অনলাইনে যেকোনো বিষয়বস্তুর উপর কনটেন্ট লিখে ঘরে বসে আয় করতে পারবেন। তবে সেটি হচ্ছে হাতে টাইপ করে লেখা।
এখানে আপনার কোনো বিনিয়োগ বা স্কিল শেখার প্রয়োজন নেই। আজকের আর্টিকেলে আমরা মূলত ঘরে বসে হাতে লিখে ইনকাম এর বিষয়ে বিস্তারিত জানবো।
ঘরে বসে হাতে লিখে আয় করার উপায়গুলোঃ
শুরুতেই আপনি লেখালেখি করে প্রচুর আয় করবেন এমনটা ভাবলে হবে না। কারণ প্রথম অবস্থায় আপনার লেখা আর্টিকেল বা কনটেন্ট গুলি এসইও ফ্রেন্ডলি নাও হতে পারে।
একদিনে কেউ বড় মাপের কনটেন্ট রাইটার হতে পারে না। এর জন্য প্রয়োজন হয় অনুশীলনের। শুধু লেখালেখি করে ইনকাম করার ক্ষেত্রে আপনাকে অনুশীলন করতে হবে এমনটা না, যেকোনো ক্যারিয়ার এর শুরুতে আপনাকে প্রথমে দক্ষতা অর্জন করতে হবে।
পরবর্তীতে আপনি আপনার সেই দক্ষতা কাজে লাগিয়ে কিছু অর্থ এর দ্বারা আয় করতে পারবেন।
তবে আমি আপনাদের একটি উপায় বলবো যেখানে আপনার অনুশীলনও হবে পাশাপাশি এর বাবদে আপনি কিছু টাকা আয় করতে পারবেন।
আমরা মূলত Grathor ওয়েবসাইটের কথা বলছি। অনেকেই হয়তো চিনে থাকবেন আবার অনেকে নাও চিনতে পারেন।
Grathor ওয়েবসাইট দ্বারা লেখালেখি করে আয় করবেন কিভাবে?
Grathor হচ্ছে মূলত একটি বাংলাদেশী ব্লগ ওয়েবসাইট। এই ওয়েবসাইটের একটি বিশেষ ভূমিকা হলো এখানে প্রতিদিন অসংখ্য মানুষ আর্টিকেল লিখে যাচ্ছে। এবং এই আর্টিকেল লেখার বিপরীতে তারা অর্থ আয় করছে।
বিষয়টা একটু বুঝিয়ে বলি গ্রাথর একটি বাংলাদেশী ব্লগ সাইট। এখানে ছোট বড় যেকেউ যেকোনো ক্যাটাগরির আর্টিকেল লিখতে পারবেন। প্রতি আর্টিকেল এর বাবদে ফ্রী মেম্বারগণ ৮ টাকা - ১০০টাকা, এবং প্রো মেম্বারগণ ১০ টাকা - ১০০ টাকা পর্যন্ত পেয়ে থাকে।
সাধারণত ফ্রী মেম্বারদের ৮ টাকা এবং প্রো মেম্বারদের ১০ টাকা করে প্রতি পোস্টে দেওয়া হয়ে থাকে। কিন্তু যদি আপনার আর্টিকেল এসইও ফ্রেন্ডলি হয় এবং হাই কোয়ালিটি কনটেন্ট হয় সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত এখান থেকে উপার্জন করতে পারবেন একটি পোস্ট থেকে।
এখানে আপনাকে সর্বনিম্ন ৩৫০ শব্দের পোস্ট লিখতে হবে। এর থেকে কম শব্দের হলে সেটি অনুমোদন পেলেও টাকা দেওয়া হবে না।
এখানে আপনি অনেক পদ্ধতিতে আয় করতে পারবেন যেমন:
১) পোস্ট লিখেঃ একটু আগেই বলেছি এখানে আপনারা প্রতি পোস্ট এর বাবদে ৮-১০০ টাকা পর্যন্ত আয় করতে পারবেন।
২)পোস্ট ভিউ বোনাসঃ আপনার পোস্ট কেউ দেখলে তার বাবদে আপনি বোনাস পাবেন। প্রতি ভিউ বাবদে ০.১ টাকা করে পেয়ে যাবেন আপনি। এছাড়া আপনার পোস্ট ১০০০০ ভিউ হলে তার বাবদে বোনাস পাবেন।
৩)কমেন্ট বোনাসঃ এখানে আপনি কমেন্ট করে আয় করতে পারবেন। প্রত্যেক কমেন্ট থেকে আপনি ০.১০ টাকা করে পেয়ে যাবেন এখানে।
৪) রেফার করেঃ Grathor সাইটে রেফার করে ইনকাম করার সুযোগ রয়েছে। প্রত্যেক রেফার করে আপনি ৫০ টাকা পর্যন্ত পেয়ে যাবেন। প্রথমত আপনার লিংক থেকে কেউ অ্যাকাউন্ট করলে তার বাবদে আপনি ১ টাকা পাবেন, অ্যাকাউন্ট তৈরি করার পরবর্তী ৭ দিনের মধ্যে আপনার রেফার করা ব্যাক্তি ৫ টি পোস্ট গ্রাথর সাইটে অ্যাপ্রুভ করাতে পারলে আপনার একাউন্টে ৪৯ টাকা যুক্ত হয়ে যাবে।
৫) গোল্ডেন বোনাসঃ এখানে একজন মেম্বার যখন ৫০০ টির বেশি পোস্ট করবেন তখন সে গোল্ডেন বোনাস পাবেন। গোল্ডেন বোনাস হিসেবে ৫০০ টাকা পর্যন্ত একজন মেম্বার পেয়ে যাবেন।
৬)পোস্ট শেয়ার বোনাসঃ আপনি আপনার পোস্ট সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে বোনাস পেয়ে যাবেন।
এখানে ১০০০ টাকা হলেই বিকাশের মাধ্যমে আপনারা টাকাটা নিতে পারবেন। সুতরাং ঘরে বসে লেখালেখি অনুশীলন করার পাশাপাশি Grathor সাইট দ্বারা সহজে আপনি আপনার ইনকাম ক্যারিয়ার শুরু করতে পারেন।
এখন ধরে নিলাম আপনি লেখালেখির দক্ষতা অর্জন করলেন। তাহলে কিভাবে ঘরে বসে এর দ্বারা আয় করবেন?
ব্লগিং দ্বারা আয়
ব্লগিং করে টাকা আয় করার বিষয়ে হয়তো আগে শুনে থাকবেন। এটি অনলাইন দ্বারা অর্থ উপার্জন করার ভালো একটি কৌশল। আপনি লেখালেখির দ্বারা আয় করতে চাইলে আপনার জন্য সবচেয়ে সেরা উপায়টি হচ্ছে ব্লগিং।
আপনি চাইলে Blogger অথবা Wordpress দ্বারা একটি ব্লগ/ওয়েবসাইট তৈরি করে, তাতে যেকোনো একটি নিশ টার্গেট করে লেখালেখি শুরু করতে পারেন।
কিছু মাস আপনি আপনার সেই ব্লগ/ওয়েবসাইটে কনটেন্ট লেখার পর যখন আপনার সেই সাইট Google Adsense এর জন্য উপযোগী হবে তখন আপনি এডসেন্স আবেদন করতে পারবেন। সবকিছু ঠিক থাকলে আপনাকে এডসেন্স থেকে মেইল দ্বারা জানিয়ে দেওয়া হবে আপনার সাইট এডসেন্স এড দেখানোর জন্য তৈরি কিনা।
বলে রাখি, এডসেন্স হলো গুগলের একটি সার্ভিস। গুগল এডসেন্স দ্বারা আপনি আপনার ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখিয়ে অর্থ আয় করতে পারবেন। ব্লগিং এর সারা রয়ালটি ইনকাম আপনি জেনারেট করতে পারবেন।
আজ অনলাইন প্লাটফর্মে হাজার হাজার ব্লগার রয়েছেন যারা তাদের ওয়েবসাইটে নিয়মিত কনটেন্ট রাইটিং করে প্রতি মাসে হাজার হাজার ডলার আয় করছেন। আমার কথা বিশ্বাস না হলে আপনি ইন্টারনেটে সার্চ করে দেখে নিতে পারেন।
এছাড়াও লো ইনভেস্ট বিজনেস যারা খুঁজছেন তাদের জন্যেই Blogging সেরা উপায়।
এফিলিয়েট মার্কেটিং করে আয়
অনেক আগে থেকে ইন্টারনেটে অর্থ উপার্জনের জনপ্রিয় উপায় হিসেবে প্রচলিত এফিলিয়েট মার্কেটিং।
এফিলিয়েট মার্কেটিং বিষয়টা শুনতে জটিল মনে হলেও বিষয়টা আসলে তেমন জটিল হয়। তাহলে Affiliate marketing কি?
ইন্টারনেটে বিভিন্ন বানির্জিক ওয়েবসাইট আপনি পেয়ে যাবেন। যেখানে বিভিন্ন প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করা হয়। গ্রাহকরা অনলাইনের মাধ্যমে সেই পণ্য বা সার্ভিস গুলো কিনছে। এই ধরনের সাইটগুলোকে ই-কমার্স ওয়েবসাইট বলা হয়। এই ধরনের সাইটের মালিকরা তাদের বিজনেস মার্কেটিং এর স্বার্থে এফিলিয়েট প্রোগ্রাম চালু করে থাকে।
এফিলিয়েট প্রোগ্রাম বা মার্কেটিং এমন একটি প্রক্রিয়া যেখানে অন্য ওয়েবসাইটের পণ্যগুলো আপনি আপনার যেকোনো ওয়েবসাইট দ্বারা গ্রাহকদের অফার করতে পারবেন।
এখন অনলাইনে আপনার ওয়েবসাইটে আসা কাস্টমারদের থেকে যদি সেই অফার করা পণ্য কেও ঐ লিংক থেকে কিনে তাহলে এর বাবদে আপনি কিছু কমিশন পেয়ে যাবেন।
তবে এই ক্ষেত্রে আপনার লেখালেখির দক্ষতা থাকতে হবে। অর্থাৎ রিভিউ কনটেন্ট রাইটিং এর দক্ষতা আপনার থাকতে হবে। আপনি যে প্রোডাক্ট কাস্টমারদের অফার করতে চাচ্ছেন সেই প্রোডাক্ট সম্পর্কে আপনাকে কনটেন্ট লিখতে হবে। আর এভাবে আপনি এফিলিয়েট মার্কেটিং দ্বারা আয় করতে পারবেন।
ফ্রিল্যান্সিং করে আয়
ফ্রীল্যান্সিং করতে অনেকের ইচ্ছে করে। কিন্তু সঠিক দিকনির্দেশনার জন্য কেউ ফ্রিল্যান্সিং জগতে পা রাখতে চান না।
আপনাকে তেমন কিছু করতে হবে না। আপনি যেকোনো ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস তে একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারেন একজন কনটেন্ট রাইটার হিসেবে।
অর্থাৎ ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস তে আপনি একজন কনটেন্ট রাইটার হিসেবে যুক্ত হয়ে অন্যের কনটেন্ট লেখালেখি করে আয় করতে করবেন। এটি আপনি বাড়িতে বসেই করতে পারবেন।
আমাদের শেষ কথা
তাহলে বন্ধুরা আজ আমরা ঘরে বসে হাতে লিখে আয় করার বিষয়ে বিস্তারিত ভাবে জানতে পারলাম।
যদি আর্টিকেলটা নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগল শেয়ার করে দিবেন, আল্লাহ হাফেজ।