জেনে নিন টাইলসের সঠিক দাম
টাইলসের দামঃবন্ধুরা আশা করি আপনারা সবাই ভালই আছেন।আজকে চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি আর্টিকেল নিয়ে।আজকের আর্টিকেলে আমি আপনাদের সাথে আলোচনা করব টাইলসের দাম এবং কেমন টাইলস আপনারা ব্যবহার করবেন সেই সম্পর্কে। তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক-
বর্তমানে মানুষ হিসেবে আমাদের শৌখিনতা যেন কোনো শেষ নেই। সাধারণত বড় বড় দালাল খুবই কম দেখা যেত। তখন বড় বড় দালান খুব কম ছিল বললেই চলে।
কিন্তু এখন আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন বড় বড় দালান সব যেন আমাদের চোখের সামনেই।আমরা প্রায়ই এসকল বড় বড় দালান দেখে থাকি। আগে আমরা দেখতাম সমস্ত দালানের গায়ে বা ফ্লোরে ব্যবহার করা হতো নর্মাল সিমেন্ট।
যা বর্তমানে বা সাম্প্রতিক সময়ে অনেক দেখা যায়। কিন্তু বর্তমানে মানুষের সৌখিনতা কোন পর্যায়ে চলে গেছে তারা দেয়ালের গায়ে আর সিমেন্টের প্রলেপ দেয় না।তারা দেয়ালের গায়ে ব্যবহার করছে বিভিন্ন ধরনের কারুকার্য জনিত টাইলস।এসব টাইলস বাথরুমে ও কিচেন ঘরে বেশি ব্যবহার করা হয়।
টাইলসের দাম সম্পর্কে কিছু কথা
আমরা সাধারণত অনেকেই চাই যে আমাদের ঘরের দেয়ালে সুন্দর সুন্দর টাইলস ব্যবহার করতে। কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে যারা টাইলসের সঠিক দাম জানেন না। আর এর জন্য হয়তো অনেকেই প্রতারিত হচ্ছে বিভিন্নভাবে। কিন্তু আজকের এই আর্টিকেলে আমি আপনাদের সাথে টাইলসের দাম সহ এর বিভিন্ন সাইজ নিয়ে বিস্তারিত বলবো।
আপনাদেরকে টাইলসের দাম বলার আগে আরেকটা বিষয় বলে রাখি সেটি হচ্ছে টাইলসের সাইজের উপর এর দাম নির্ভর করে থাকে। তাছাড়া টাইলসের সঠিক এবং নির্ধারিত মূল্য তেমন নেই। তাহলে চলুন জেনে নেওয়া যাক টাইলসের বিভিন্ন সাইজ সম্পর্কে।
টাইলস এর বিভিন্ন সাইজ
সাধারণত যারা ফ্লোরে টাইলস দিয়ে থাকেন তাদের জন্য নির্ধারিত হতে পারে এটি ১২”x১২”, ১৬”x ১৬”, ২০”x২০”, ২৪” x২৪”, ৩২” x ৩২”, ২৪” x ৪৮” ইত্যাদি।এই মাপের মধ্যে ফোলোরে টাইলস দেওয়া হয়ে থাকে। যারা মূলত ওয়ালে টাইলস দিয়ে থাকে তাদের নির্ধারিত মাপ ৮”x ১২”, ১০” x ১৩”, ১০”x ১৬”, ১২”x ১৮”, ১২”x২০”, ১২”x২৪”, ১২” x ৪৮” ইত্যাদি।এই মাপের টাইলসগুলো ওয়ালে দেয়া হয়ে থাকে।
টাইলস এর সঠিক দাম
টাইলসের দাম নির্ধারণ হয়ে থাকে মূলত স্কয়ার ফিটের হিসাব অনুযায়ী। মোটামুটি কোন স্কয়ার ফিট যেমন ৯৬ স্কয়ার ফিট থেকে ১৩০ অথবা ১৪৪ স্কয়ার ফিট টাইলসের মূল্য হয় ৩৫ থেকে ৭০ টাকার মধ্যে।
আর যেগুলো মূলত মাঝারি টাইলস সেগুলো ১৯২ স্কয়ার ফিট থেকে শুরু করেন ২৫৬ স্কয়ারফীটের টাইলস আপনারা পেয়ে যাবেন ৬০ টাকা থেকে ৯০ বা ১০০ টাকার মধ্যে। আর মুখ সাধারণত বড় সাইজের টাইলস যেগুলো ২৮৮ স্কয়ার ফিট থেকে শুরু করে ৫৮৮ স্কয়ার ফিট পর্যন্ত পেয়ে যাবেন ১৩০,১৫০ বা ১৬০ টাকার মধ্যে।
টাইলস কেনার আগে কিছু টিপস
টাইলস কেনার আগে অবশ্যই আপনাকে একটি বিষয় নিয়ে ভাবতে হবে যেটা আপনি কোন ধরনের টাইলস বাড়াতে চান। আপনার ইচ্ছা করলে স্বল্পমূল্যের টাইমস থেকে শুরু করে বিগ্রেডের সস্তা টাইলসও লাগাতে পারেন।
আপনি যদি একটু ভালো নিতে চান তাহলে প্রিমিয়াম টাইলসগুলো নিন তাহলে আপনার খরচ ডাবল হয়ে যাবে। আপনি চাইলে এক্ষেত্রে Rak এর প্রিমিয়াম টাইলসগুলো নিতে পারবেন।
তাই অবশ্যই আপনাকে আগে এই বিষয়টি সিলেক্ট করতে হবে যে আপনি স্বল্পমূল্যের টাইলস লাগাতে চান নাকি হাই কোয়ালিটি সম্পূর্ণ টাইলস লাগাতে চান।টাইলস লাগানোর আগে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
পরিশেষে, আশা করি আপনারা যারা আমার এই আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়েছেন তারা টাইলসের সাইজ এবং কোন ধরনের টাইলস ব্যবহার করবেন এবং টাইলসের দাম কেমন হবে তিনি সরকারকে বিস্তারিত ধারণা পেয়ে গিয়েছেন।তারপরে যদি এই বিষয়ে আপনাদের কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।