গ্রাফিক ডিজাইন কি | গ্রাফিক ডিজাইন শেখার উপায়

বর্তমান যুগ হলো ডিজিটাল যুগ। আর বর্তমানের এই ডিজিটাল যুগে যেকোনো বিজনেসের প্রোডাক্ট (Product) বা সার্ভিস (Service) এর মার্কেটিং করার ক্ষেত্রে আমরা ডিজিটাল মার্কেটিং করে থাকি। আর গ্রাফিক্স ডিজাইন ব্যতীত পুরো ডিজিটাল মার্কেটিং ডিপার্টমেন্ট অনেকটাই দুর্বল বলা চলে।

গ্রাফিক্স ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন

কেননা আজ যেকোনো কোম্পানি তাদের প্রোডাক্ট কিংবা সার্ভিস এর মার্কেটিং এর জন্য গ্রাফিক্স ডিজাইনারদের শরণাপন্ন হয়ে থাকে। অর্থাৎ ডিজিটাল মার্কেটিং করার ক্ষেত্রে একটি কোম্পানির যা যা করা দরকার তার বেশিরভাগ কাজ করা হয় গ্রাফিক্স ডিজাইনারদের দ্বারা। 

বর্তমান অনলাইন মার্কেটপ্লেস তে গ্রাফিক্স ডিজাইন এর চাহিদা অনেকটাই বেশি বলা যায়। এক্ষেত্রে যদি আপনি এই সেক্টরে কাজ করার কথা ভেবে থাকেন তাহলে আপনার সিদ্ধান্তটি লাভজনক প্রমাণিত হতে পারে। কিন্তু আমি ধরে নিলাম আপনি Graphics designing সম্পর্কে তেমন কিছুই জানেন না। 

তবে চিন্তার কারণ নেই, আজকের আর্টিকেলে আমি আপনাদের বলবো Graphics design কি এবং গ্রাফিক্স ডিজাইন শেখার উপায় সম্পর্কে। এছাড়াও আরো বিস্তারিত থাকছে আজকের আর্টিকেলে, তাহলে চলুন শুরু করা যাক।

গ্রাফিক্স ডিজাইন কি?

গ্রাফিক্স এবং ডিজাইন দুটি আলাদা শব্দ। গ্রাফিক্স শব্দটি এসেছে গ্রীক শব্দ গ্রফিকস থেকে, যাকে বলা হয় অঙ্কন বিষয়ক জ্ঞান। অন্যদিকে ডিজাইন শব্দের অর্থ হচ্ছে নকশা করা। আর তাই সহজ ভাষায় বলা যায়, গ্রাফিক্স ডিজাইন হচ্ছে অঙ্কন বিষয়ক জ্ঞানকে একটি নকশার মাধ্যমে প্রকাশ করা।

অর্থাৎ গ্রাফিক্স ডিজাইন এমন এক ধরনের প্রক্রিয়া যার মাধ্যমে নিজের ধারণা ,দক্ষতাকে ব্যবহার করে একটি ছবি, শব্দ ও ধারণা মিলিয়ে একটি আলাদা ছবি তৈরি করা যায়। গ্রাফিক্স ডিজাইনিং এর মাধ্যমে আমরা অনেক ধরনের চাক্ষুষ ধারণা তৈরি করতে পারি। 

গ্রাফিক্স ডিজাইন এর মধ্যে লোগো ডিজাইন, ব্যানার, সোশ্যাল মিডিয়া কভার, বিজনেস কার্ড, পোস্টার, উত্তাদি কাজ রয়েছে। নানা কোম্পানি তাদের কাঙ্খিত প্রোডাক্ট কিংবা সার্ভিস অনুযায়ী নানা ধরনের ডিজাইন তৈরি করে থাকেন। 

আপনি আপনার মেধাশক্তি কাজে লাগিয়ে যেকোনো  ডিজাইন এর কাজ করতে পারেন। কিন্তু আমাদের সবার মাথায় একটি প্রশ্ন থাকে যে, কিভাবে শিখবো গ্রাফিক্স ডিজাইন। তো চলুন নিচে এর সম্পর্কে জেনে নেওয়া যাক।

গ্রাফিক্স ডিজাইন শেখার উপায়?

আপনি চাইলে দুইভাবে Graphics design শিখতে পারেন। যেমনঃ ফ্রী কোর্স/টিউটোরিয়াল দ্বারাঃ আপনি গ্রাফিক্স ডিজাইন ফ্রীতে শিখতে পারেন। এর জন্য আপনি নানান সোশ্যাল মিডিয়ার সাহায্য নিতে পারেন। তবে আমি আপনাকে সাজেস্ট করবো আপনি ইউটিউব থেকে শিখুন। 

বর্তমানে ইউটিউবে অনেক কনটেন্ট ক্রিয়েটর আছেন যারা ফ্রীতে তাদের চ্যানেলে নানান গ্রাফিক্স ডিজাইনিং এর ভিডিও পাবলিশ করে থাকেন। আপনি যদি সেসব ভিডিও দেখে বাসায় প্রেকটিস করেন তাহলে আপনিও আস্তে আস্তে গ্রাফিক্স ডিজাইনিং এর কাজ শিখে নিতে পারবেন।

এছাড়া এখন আপনি অনলাইনে এমন অনেক টিউটোরিয়াল ওয়েবসাইট পেয়ে যাবেন যেখানে বিভিন্ন ডিজাইনিং এর কোর্স বা টিউটোরিয়াল পাওয়া যায়। তবে বেশিরভাগ ক্ষেত্রে ইংরেজি ভাষায় এসব টিউটোরিয়াল পাওয়া গিয়ে থাকে, তাই এসব কোর্স কিংবা টিউটোরিয়াল শিখতে হলে আপনাকে ইংরেজি জানতে হবে।

তাছাড়া আপনার বাড়িতে যদি একটি ল্যাপটপ বা কম্পিউটার রয়েছে তাহলে আপনি Photoshop, Colerdraw, Adobe Illustration এর মত সফটওয়্যারগুলো ব্যবহার করে গ্রাফিক্স ডিজাইনিং এর কাজ শিখতে পারেন।

পেইড কোর্স দ্বারা

পেইড কোর্স বলতে আপনাকে এই ধরনের কোর্সগুলোর জন্য কিছু অর্থ ব্যয় করতে হবে। এই কোর্স আবার আমরা দুইভাবে করতে পারি একটি হচ্ছে অনলাইন কোর্স, অন্যটি অফলাইন কোর্স।

অনলাইন কোর্স করার জন্য আমরা অনেক সাইট হয়তো পেয়ে যাবো। তবে আমার সবচেয়ে ভালো মনে হয় Udemy সাইটের কোর্সগুলো। Udemy জনপ্রিয় ই-লার্নিং সাইট, যেখানে বিভিন্ন জনপ্রিয় টিউটর দ্বারা নানান কোর্স বানিয়ে বিক্রি করা হয়। আপনি এখানে কিছু টাকা ব্যয় করে গ্রাফিক্স ডিজাইনিং এর কোর্স নিতে পারেন।

আর অফলাইন কোর্স বলতে আমি বুঝিয়েছি, আমাদের আসেপাশের ট্রেনিং সেন্টার দ্বারা শিখার বিষয়টি। হ্যাঁ, আমাদের চারপাশে এমন অনেক ইনস্টিটিউট থাকে যেখানে টাকার বিনিময়ে নানান কোর্স করানো হয়, আপনি চাইলে হাতে কলমে সেখান থেকে শিখে নিতে পারেন।

মূলত এইভাবে আপনি গ্রাফিক্স ডিজাইনিং এর নানান কাজ শিখতে পারবেন। তাড়াতাড়ি ভালো ডিজাইনার হতে হলে আপনাকে বেশি বেশ প্রেকটিস করতে হবে। মনে রাখবেন এই সেক্টরে আপনার কাজ যত ক্রিয়েটিভ হবে আপনার কাজের দামও তত বেশি হবে।

গ্রাফিক্স ডিজাইন কেন শিখবেন?

আমরা অনেকে আছি যারা পড়ালেখার পাশাপাশি হোক অথবা পড়ালেখা শেষ করে হোক একটি চাকরি বা যেকোনো কাজ খুঁজে থাকি, যার দ্বারা আমাদের কিছু টাকা আয় হবে। এক্ষেত্রে গ্রাফিক্স ডিজাইন আপনার জন্য সবচেয়ে ভালো পেশা হয়ে উঠতে পারে। এটি বলার পিছনে বেশ কিছু কারণ রয়েছে। যেমনঃ

১) কোনো মেশিন বা রোবটের পক্ষে গ্রাফিক্স ডিজাইনার হয়ে উঠা সম্ভব না, কিংবা এসব ডিজাইন এর কাজ করা সম্ভব না। এসব কাজ করার জন্য অনেক মানুষের প্রয়োজন হয়। এইখানে নিজের ক্রিয়েটিভিটি দ্বারা কাজ করতে হয়। সেজন্য আপনি এটিকে আপনার পেশা হিসেবে বেছে নিতে পারবেন।

২) সময়ের সাথে এটির চাহিদা অনেক বৃদ্ধি পাচ্ছে কারণ ১ টাকার একটি লজেন্স থেকে শুরু করে হাজার বা লক্ষ টাকার প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রেও গ্রাফিক্স ডিজাইনারদের প্রয়োজন হচ্ছে। তাহলে একবার চিন্তা করুন বিশ্বে কত বড় বড় কোম্পানি রয়েছে। আর তাদের পণ্য বা সার্ভিস এর জন্য অবশ্যই দক্ষ ডিজাইনার এর প্রয়োজন হচ্ছে।

ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক, যোগাযোগ সহ প্রায় সব ক্ষেত্রে Graphics design এর অনেক চাহিদা আছে এখন। কারণ বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান তাদের কোম্পানির ব্র্যান্ড, লোগো, পণ্য মার্কেটিং বা ইত্যাদি এর জন্য গ্রাফিক্স ডিজাইনারদের সাহায্য নিয়ে থাকে।

৩) একটা সময় ছিল যখন যেকোনো ডিজাইন করতে বেশ কিছুটা সময় আমাদের ব্যয় করতে হতো। কিন্তু বর্তমানে বিভিন্ন ডিজাইনিং সফটওয়্যার বা ডিজাইনিং টুলস ব্যবহার করে খুব সহজে কম সময়ের মধ্যেই একটি সুন্দর প্রফেশনাল ডিজাইন করে ফেলা সম্ভব।

৪) কোটি কোটি মানুষ এর মাঝে নিজেকে তুলে ধরতে কার না ভালো লাগে। যদি ডিজাইনিং নিয়ে ভালো দক্ষতা থাকে আপনার, তাহলে হাজার হাজার মানুষের কাছে সহজেই একজন দক্ষ ডিজাইনার হিসেবে পরিচিতি লাভ করতে পারবেন।

৫) একজন দক্ষ Graphics designer এর অনেক কর্মক্ষেত্র রয়েছে। অর্থাৎ যেকোনো প্রতিষ্ঠানে একজন Graphics designer কাজ পেতে পারে। ডিজাইন নিয়ে দক্ষতা থাকলে যেকোনো প্রতিষ্ঠানে আপনাকে নিয়োগ দেওয়া হবে।

৬) Graphics design একটি স্বাধীন পেশা। যারা একটি স্বাধীন পেশা খুঁজছেন তাদের জন্য এটি সবচেয়ে ভালো পেশা।

এছাড়া গ্রাফিক্স ডিজাইন এর সুবিধা হচ্ছে আপনি যেকোনো ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসেও এটি করতে পারবেন। এখানে কথা হলো আপনার ডিজাইন কতটা প্রফেশনাল সেটা, অর্থাৎ আপনার কাজ যত ভালো হবে আপনি তত বেশি আয় করতে পারবেন এবং ক্লায়েন্ট খুঁজে পাবেন।

আমাদের শেষ কথা

তাহলে বন্ধুরা আজকে আমরা গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে বেসিক কিছুটা ধারণা নিলাম। বর্তমান সময়ে হোক কিংবা ভবিষ্যতের সময়গুলোতে হোক Graphics design এর চাহিদা বাড়তে থাকবে। কেননা সময়ের সাথে সাথে বিভিন্ন বড় বড় কোম্পানি মার্কেটে আসছে, যার ফলে তাদের কোম্পানি, পণ্য বা সার্ভিস এর জন্য ডিজাইনার এর প্রয়োজন হবে।

তবে একজন দক্ষ Graphics designer এর চাহিদা বর্তমানে অনেক। সেজন্য বলা যায়, আপনি যদি ভালোমতো নিজের ক্রিয়েটিভিটি দ্বারা গ্রাফিক্স ডিজাইনিং এর কাজ করতে পারেন তাহলে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস বলুন কিংবা অফলাইন যেকোনো মার্কেটপ্লেসে বলুন, আপনি বেশ মোটা অঙ্কের টাকা আয় করতে পারবেন।

আর্টিকেলটা ভালো লেগে থাকলে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই মন্তব্য করে জানাবেন। আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো আর্টিকেল নিয়ে।
Next Post Previous Post