ব্যাটারি কেন ফুলে যায় জেনে নিন সমাধান

 ব্যাটারি কেন ফুলে যায়


ব্যাটারি কেন ফুলে যায়ঃবর্তমানে আমরা স্মার্ট ফোন ছাড়া কিছুই বুঝিনা। জুতা যেন এমন হয়ে গিয়েছে যে স্মার্ট ফোন ছাড়া আমাদের দিন কোনভাবেই চলে না। 


বর্তমানে ছাত্র থেকে শিক্ষক এবং ছোট ব্যবসায়ী থেকে বড় ব্যবসায়ী সবার হাতে রয়েছে স্মার্টফোন। সবাই কোন না কোন ভাবে স্মার্টফোন ব্যবহার করে থাকে। বর্তমানে যেমন ফোনের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে তেমনি বেড়ে চলেছে স্মার্টফোনের বিভিন্ন সমস্যা। 


স্মার্টফোনের সমস্যা গুলোর মধ্যে স্মার্টফোনের ব্যাটারি ফুলে যাওয়ার সমস্যাটি রয়েছে। আর সাধারনত এই সমস্যার সম্মুখীন আমরা কমবেশি সবাই হয়ে থাকি।অনেকের এমনও হয় যে ব্যাটারি ফেটে বাস্ট হয়ে যায়।


আমি আজকে আপনাদের সাথে এই আর্টিকেলে আলোচনা করব আপনাদের ব্যাটারি ফুলে যাওয়ার আগে কি কি কাজ গুলো করতে হবে সেই সম্পর্কে।তাহলে চলুন জেনে নেওয়া যাক ব্যাটারি কেন ফুলে যায়  সেই  সম্পর্কেঃ


ব্যাটারি কেন ফুলে যায় 


১.মাত্রাতিরিক্ত মোবাইলে গেম খেলা 


কথাটা শুনে কি অবাক হচ্ছেন। কথাটা শুনে অবাক হলেও কথাটা কিন্তু সত্য। সাধারণত হলে মাত্রাতিরিক্ত গেম খেললে সেই চাপটা পরে ফোনের প্রসেসর এর উপর। গেম খেললে ফোনের প্রসেসর এর চাপ পড়ে। 


যার ফলে একসময় দেখবেন ফোন অনেক গরম হয়ে যায়।আর ফোন গরম হয়ে যাওয়া মানেই প্রসেসরের ওপর চাপ পড়ছে। আর এর ফলে ব্যাটারি ফুলে যাওয়ার সমস্যাও তৈরি হতে পারে।


২.হাত থেকে ফোন বারবার পড়ে যাওয়া 


ফোন বারবার পড়ে যাওয়া এর কারণে কিন্তু ফোনের ব্যাটারি ফুলে যেতে পারে। কেননা আমাদের হাত থেকে যখন বারবার ফোন পড়ে যায় তখন ব্যাটারি ফিজিক্যালি কিছু ড্যামেজ হয়।



যেমন short-circuit, ওভারহিটিং  এই সমস্যাগুলো তৈরি হতে পারে।তাই আপনার যদি এই সমস্যাগুলো থেকে থাকে তাহলে সচেতন হন আর যদি মনে হয় ব্যাটারি ঠিকঠাক নেই তাহলে অবশ্যই পরিবর্তন করুন। 


৩.মাত্রাতিরিক্ত চার্জ দেওয়ার ফলে 


ব্যাটারি কেন ফুলে যায় এই সমস্যা গুলোর মধ্যে এটি অন্যতম। অতিরিক্ত চার্জ দেওয়ার কারনে ব্যাটারি ফুলে যেতে পারে। কেননা যে কোনো জিনিসই বেশি ভালো না। আপনার ফোন চার্জ হতে তিন থেকে চার ঘণ্টা যথেষ্ট।


আপনি যদি এর বেশি মাত্রাতিরিক্ত চার্জ দিয়ে থাকেন তাহলে সেটার প্রভাব পরে আপনার ফোনের প্রসেসর এর উপর। 


এর ফলে প্রসেসর গরম হয়ে ব্যাটারির ওপর চাপ সৃষ্টি করে যার ফলে ব্যাটারি ফুলে যায়। তাই অবশ্যই ফোন অথবা মাত্রাতিরিক্ত চার্জ দেওয়া থেকে দূরে থাকবেন। 



৪.কমদামি চার্জার  ব্যবহার করা 


আমাদের মধ্যে এখনো এমনও লোক অনেক আছে যারা ৫০-৬০হাজার টাকা দামের ফোন ব্যবহার করতে পারেন কিন্তু চার্জার নষ্ট হয়ে গেলে ব্যবহার করেন ১০০ থেকে ২০০ টাকা চার্জার। আর এটা হতে পারে ব্যাটারি ফুলে যাওয়ার অন্যতম একটি কারণ। 


কেননা স্মার্টফোন কোম্পানি রাত তাদের স্মার্টফোনের সাথে সামঞ্জস্য রেখে বা বেটার সাথে ঠিক রেখে চার্জার তৈরি করে থাকেন। 


কিন্তু আমরা কি করি ১০০ টাকা কম এর জন্য বাজার থেকে কম দামি চার্জার কিনে আনি এবং ফোনে ব্যবহার করে থাকি।


যার ফলে আমাদের স্মার্টফোনের ব্যাটারি ফুলে যাওয়া এই সমস্যাটার সম্মুখীন হতে হয়। তাই আপনার যদি এই ধরনের অভ্যাস থাকে তাহলে পরিত্যাগ করুন। 



৫.অধিক সময় ধরে ফোনকে রোদে গরমে রেখে দেওয়া 


আপনি যদি ফোনকে অনেক সময় ধরে গরমে বা রোদে রেখে দেন তাহলে আপনার ফোনটি গরম হয়ে যেতে পারে। ফোনের স্ক্রিনে দীর্ঘক্ষন রোদের আলো পড়লে ফোন গরম হয়ে যায় এটা সাধারণত এক গবেষণায় প্রমাণ হয়েছে। 


তাই অবশ্যই যখন বাইরে যাবেন তখন ফোন বেশি রোদে রাখবেন না বা এমন ভাবে রাখবেন যাতে ফোন গরম না হয়। ফোন গরম হওয়ার কারণেও ওভারহিট এর জন্য ব্যাটারি ফুলে যেতে পারে। 


৬.চার্জে লাগিয়ে ফোন ব্যবহার করা 


আমাদের মধ্যে এমন অনেক লোক আছেন যারা সাধারণত ফোন চার্জে লাগিয়ে কথা বলে থাকেন। এ ক্ষেত্রে সাধারণত ব্যাটারির মধ্যে চার্জিং প্রসেসরে সমস্যা তৈরি হয়। যেমন একধারে যখন ফোনে চার্জ হচ্ছে আবার আপনি অন্যদিকে ফোন ব্যবহার করছেন।


আর এই দুটি কাজ একসাথে করতে গিয়ে ব্যাটারি অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকে। যার ফলে আপনার ফোনের ব্যাটারি ফুলে যেতে পারে বা আপনার ব্যাটারি বাস্ট  হয়ে যেতে পারে। 


তাই অবশ্যই আপনার যদি এই ধরনের কোন অভ্যাস থেকে থাকে তাহলে সেটি পরিহার করার চেষ্টা করুন ফোনের ব্যাটারির সুরক্ষার ক্ষেত্রে।


৭.অতিরিক্ত ইন্টারনেটের ব্যবহার 


আমরা সাধারণত অনেকেই ওয়াইফাই এর অভাবে মোবাইল ডাটা নেটওয়ার্ক ব্যবহার করে থাকি। যার ফলে মোবাইলের আইসি নেটওয়ার্ক সিস্টেমকে অনেক পরিশ্রম করতে হয় এবং এর ফলে ফোন গরম হয়ে যেতে পারে। 


সাধারণত আমরা যখন মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে থাকি এজন্য মোবাইলে অনেক চার্জ চলে যায়। এই জন্য বারবার ফোন চার্জ দিতে হয়। আর এর কারনেও আমাদের মোবাইলের ব্যাটারি ফুলে যেতে পারে।


৮.ফোন বারে বারে চার্জ দেওয়া 


আমরা অনেকেই এই ভুলটা বারবার করে থাকি। ফোন সম্পূর্ণ  চার্জ না দিয়ে আমরা বারবার ফোনে কাজ করতে থাকি এবং ফোন বার বার চার্জ দিতে থাকি। যেটা সাধারণত একেবারে ঠিক না। 


ফোনে বারবার চার্জ দেওয়ার ফলে এক ধরনের বিরূপ প্রভাব পড়ে ব্যাটারির উপর। যার ফলে ব্যাটারি ফুলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়ে থাকে। তাই অবশ্যই ফোন বার বার চার্জ দেওয়া এই অভ্যাসটা যদি আপনার থেকে থাকে তাহলে দূর করার চেষ্টা করুন। 


আমাদের শেষ কথা 


আমি ওপরে আপনাদের যে সমস্যা গুলোর কথা বললাম এসব সমস্যার কারণে আপনার মোবাইলের ব্যাটারি ফুলে যেতে পারে। তাই আপনি যদি আপনার ফোনের ব্যাটারি কে নিরাপদে রাখতে চান তাহলে এই অভ্যাসগুলো থেকে দূরে থাকবেন।


তাহলে ব্যাটারি কেন ফুলে যায় আপনারা হয়তো বুঝতে পেরেছেন। আর যদি আরো কোন প্রশ্ন থাকে এই বিষয়ে আপনাদের তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আর্টিকেলটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। 


আরো দেখুন 


Next Post Previous Post