আসসালামুআলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন। সাধারণত যারা ফেসবুক চালানো ফেসবুক ব্যবহার করে থাকেন তারা অনেকে জানতে চাই যে ফেসবুক লাইক থেকে কি টাকা ইনকাম করা যায়। এই প্রশ্নটা সাধারণত অনেকের থেকে থাকে।
ফেসবুক লাইক থেকে ইনকাম(earn money from facebook likes)
প্রথমে আপনাকে এই জন্য likesplanet এ ওয়েবসাইটে চলে যেতে হবে। তারপর আপনি সেখানে ওপরে রেজিস্টার নামক একটি অপশন দেখতে পারবেন।
এখানে আপনাকে ইউজারনেম পাসওয়ার্ড এবং আরও অনেক ধরনের তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
রেজিস্ট্রেশন করা হয়ে গেলে আপনার ইমেইলে একটি কনফার্মেশন লিংক আসবে আপনাকে এই লিংকে ক্লিক করে ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে।
Likesplanet এর সাথে ফেসবুক যেভাবে যুক্ত করবেন
প্রথমে আপনাকে ফেসবুক একাউন্টে লগইন করতে হবে। তারপর একাউন্ট সেটিং এ গিয়ে General> username এ https://www.facebook.com/ xxxx.xxxx অর্থাৎ fb/ এর পরের অংশে আপনার ইউজারনেম টা fb নাম ক্লিক করে পেতে পারেন। তারপর আপনাকে ফেসবুকের ইউজার নেমটা কপি করতে হবে এবং new tap এ likesplanet লগইন করতে হবে।
তারপর আপনাকে Earn Point/Money > Facebook > Photo/Post/video Album Like > Make sure অথবা সরাসরি আপনি এই লিংকে http://likesplanet.com/fbphotosusername.php ক্লিক করে আপনার ফেসবুক ইউজার নেম সেট করে নিতে পারবেন।
তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট এর মাধ্যমে অ্যাড হয়ে গেল। কিভাবে আয় করবেন?এখন আপনার ফেসবুক এবং likesplanet login করুন।তারপর ফেসবুক ইউজারনেম টি কপি করুন এবং নিউ ট্যাবে likeplanet login করুন।
তারপর আপনি EARN POINTS/MONEY তে মাউসের পয়েন্ট রাখুন তারপর সেখান থেকে ফেসবুক পেজ লাইক এ ক্লিক করুন। তারপর উক্ত পোস্টগুলোতে লাইক করতে থাকুন এবং পয়েন্ট পেতে থাকুন। আপনাকে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে লাইক করার সময় আপনার ফেসবুক আইডিতে লগইন থাকতে হবে।
আপনি এখানে ৫০০০ পয়েন্ট হয়ে গেলে পেয়ে যাবেন ২ ডলার।২ ডলার যদি আপনার ইনকাম হয়ে যায় তাহলে আপনি পেপালের মাধ্যমে উইথড্র করতে পারবেন। এখানে আপনি ফেসবুক লাইক, শেয়ার, কমেন্ট, ওয়েবসাইট ট্রাফিক বিভিন্ন ধরনের কাজ করে এই ওয়েবসাইটটি থেকে আয় করতে পারবেন।
Likesplanet থেকে মাসে কত টাকা আয় সম্ভব
আপনি চাইলে এখানে নিজেও লাইক করে আয় করতে পারেন আবার অন্য কেউ রেফারের মাধ্যমে এই ওয়েবসাইটে নিয়ে আসলে তার ইনকামের ৫০% কমিশন হিসাবে পেতে পারেন। আপনি নিচের চিত্রে রেফারেল নামক একটি অপশন দেখতে পারবেন।
ওখানে ক্লিক করে আপনি রেফার করে কাউকে এই ওয়েবসাইটে নিয়ে আসতে পারবেন।
কাউকে যদি আপনি রেফার করে নিয়ে আসতে পারেন তাহলে সে যা আয় করবে এই ওয়েবসাইট থেকে তারা এর ৫০% কমিশন আপনি পাবেন।
ধরুন আপনার রেফারেল লিংক দিয়ে ১০ জন জয়েন করেছে এবং তারা প্রতিদিন ১০ সেন্ট করে ইনকাম করছে তাহলে এক্ষেত্রে আপনার ইনকাম হবে ১০০x5=500 র্সেন্ট। তাহলে প্রতিদিন আপনার এখান থেকে আরই হবে ৫ ডলার। তাহলে আপনি যদি প্রতিদিন ৫ ডলার করে আয় করতে পারেন তাহলে মাস শেষে ১০০ ডলার অনায়াসেই আয় হবে।
আপনি যত বেশি রেফার করবেন তত বেশি আয় করতে পারবেন। আর এখানে আপনি একটি ভালো সুবিধা পাবেন সেটি হল আপনার যদি কোন ফেসবুক পেজ থাকে তাহলে আপনি এর মাধ্যমে আপনার ফেসবুক পেজের লাইক বাড়িয়ে নিতে পারবেন।
আপনি চাইলে এক্ষেত্রে টেক্সট এন্ড ব্যানার এড দিতে পারেন। তবে এখানে কোন সময়ই একটির বেশি দুটি একাউন্ট করবেন না তাহলে এই ওয়েবসাইট কর্তৃপক্ষ আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারে।
ফেসবুক লাইক থেকে ইনকাম এর অন্যান্য উপায় (Facebook like earn)
আপনি চাইলে ফেসবুক লাইকের মাধ্যমে অন্যভাবেও আয় করতে পারেন। এক্ষেত্রে আপনাকে কোন ওয়েবসাইটের শরণাপন্ন হতে হবে না। সাধারণত যারা অনলাইনে ব্যবসা করে থাকে বা যাদের কোন ওয়েবসাইট রয়েছে তাদের একটি করে ফেসবুক পেজ থাকে।
অনেকাংশে তাদের ফেসবুক পেজ গুলোতে লাইক এবং ফলোয়ারের দরকার হয়।যার ফলে তারা বিভিন্ন ওয়েবসাইট থেকে তাদের পেজটি বুষ্ট করায় বা লাইক ও ফলোয়ার কিনে থাকে। আপনি চাইলে এসব সার্ভিসের জন্য একটি গ্রুপ তৈরি করতে পারেন এবং সেই গ্রুপে বেশ কিছু মেম্বার নিয়ে আপনারা ফেসবুকে লাইক এবং ফলোয়ারের কাজটি করতে পারেন।
আপনাদের সার্ভিস এই ক্ষেত্রে ভালো হলে আপনাদের কাস্টমারের অভাব হবে না। যা সাধারণত ফেসবুক থেকে আইএম নির্ভরযোগ্য একটি উপায়।যেহেতু আপনি নিজে কাজ করবেন তাই পেমেন্ট এর জন্য তেমন বেশি ভাবতে হবে না।
আমাদের শেষ কথা
সাধারণত আমরা অনেকেই ফেসবুকে বাজে সময় নষ্ট করে থাকি এবং আজেবাজে বিভিন্ন ছবিতে লাইক এবং কমেন্ট করে থাকে। আপনি যদি এই ১-২ ঘণ্টা সময় দিয়ে ফেসবুক লাইকের মাধ্যমে আয় করতে পারেন তাহলে সমস্যা কি। আপনি এখান থেকে পেমেন্ট পাবেন নির্ভরযোগ্য হবে। তাই অবশ্যই ফেসবুক লাইকের মাধ্যমে আয় বা ইনকাম করতে চাইলে উপরের ধাপগুলো অনুসরণ করুন।