গুগল একাউন্ট খোলার নিয়ম

গুগল একাউন্ট বা Gmail Account এর সাথে নিশ্চই আপনিও পরিচিত। বর্তমান দিনে যদি আপনি গুগল অ্যাকাউন্ট সম্পর্কে না জেনে থাকেন তাহলে আপনি অনেকটা পিছিয়ে রয়েছেন।কেননা এই গুগল একাউন্ট ছাড়া আপনি গুগলের কোনো প্রোডাক্ট, অ্যাপস, গেম, সার্চ ব্যাবহার করতে পারবেন না।

গুগল একাউন্ট খোলার নিয়ম
গুগল একাউন্ট খোলার নিয়ম

আর দৈনন্দিন জীবনে মোবাইল ব্যাবহারের ক্ষেত্রে অবশ্যই একজন ব্যবহারকারীর গুগল অ্যাকাউন্ট থাকা জরুরি। তাহলে চলুন গুগল অ্যাকাউন্ট সম্পর্কে বিস্তারিত জানা যাক, সেই সাথে কিভাবে মোবাইল ফোন দিয়ে গুগল একাউন্ট খুলবেন সেটিও জেনে নেওয়া যাক। 

একটি নতুন গুগল একাউন্ট খুলার আগে বা একজন নতুন গুগল একাউন্ট ব্যাবহারকারী হওয়ার আগে আপনার জেনে নেওয়া দরকার যে, গুগল অ্যাকাউন্ট মূলত কি?

গুগল অ্যাকাউন্ট কি?

আমরা সবাই জানি, গুগল সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন। গুগল আমাদের যেকোনো সার্চে অত্যন্ত কম সময়ের মধ্যে সঠিক তথ্য দিয়ে থাকে। গুগল অ্যাকাউন্ট হচ্ছে গুগলের একটি অংশ। গুগলের যেকোনো সার্চ করা, কিংবা গুগলের যেকোনো প্রোডাক্ট সমূহকে কাজে লাগানোর আগে আপনাকে গুগলের একজন ব্যাবহারকারী হতে হবে। যার জন্য আপনার একটি গুগল একাউন্ট এর দরকার হবে।

বর্তমানে একটি মোবাইল ফোন এর মাধ্যমে খুবই কম সময়ের মধ্যে একটি গুগল একাউন্ট খোলা সম্ভব। তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে একটি Gmail ID খুলতে হয়।

কিভাবে একটি গুগল একাউন্ট খুলবেন?

মোবাইল দিয়ে কয়েকটি উপায়ে আপনি গুগল আইডি Create করতে পারবেন। তবে আপনি চাইলে নিচের দেওয়া লিংকে গিয়ে অ্যাকাউন্ট খুলতে পারেন অথবা আপনার মোবাইলে থাকা Play Store থেকে অ্যাকাউন্ট বানাতে পারবেন। 

তাছাড়াও প্রায় সকল মোবাইল একটি ব্রাউজার দেওয়া থাকে, সার্চ অপশনে গিয়ে Create Google Account লিখে সার্চ করলে আপনি গুগল অ্যাকাউন্ট খুলার লিংক পেয়ে যাবেন। অথবা Gmail.com সার্চ করলেও পেয়ে যাবেন। সকল ক্ষেত্রে একই অপশন আপনি দেখতে পারবেন। 'Create New Account' অপশন পেয়ে যাবেন। এখানে ক্লিক করে অ্যাকাউন্ট করুন 🖇️

ধাপ ১ঃ

লিংকে ক্লিক করলে আপনি 'Create new Account' অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন। দুটি অপশন দেখতে পাবেন , For Myself ও To manage my business, যেহেতু আপনি আপনার নিজের ব্যাক্তিগত কার্যের জন্য গুগলে অ্যাকাউন্ট বানাতে চান সেক্ষেত্রে For Myself সিলেক্ট করুন।

For Myself অপশনে ক্লিক করলে আপনার সামনে একটি নতুন পেজ খুলবে। যেখানে আপনাকে একটি ফর্ম পূরণ করতে হবে।

First Name: 

এইখানে আপনার নামের প্রথম অংশ দিতে হবে। উদাহরণ স্বরূপ ধরুন আপনার নাম Mahafujur Rahman, এক্ষেত্রে আপনি এই বক্সে Mahafujur দিয়ে দিবেন।

Last Name: 

এইখানে একবার নামের দ্বিতীয় অংশ দিয়ে দিন। যেমনঃ Rahman 

Username: 

আপনি যে নামে আপনার জিমেইল এড্রেস চালু করতে চান এমন একটি নাম দিন এইখানে। নামের সাথে কয়েকটি সংখ্যার ব্যাবহার করবেন। যেমনঃ mahafujur378

Password: 

একটি গুগল অ্যাকাউন্ট এর ক্ষেত্রে পাসওয়ার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। পাসওয়ার্ড নির্বাচন এর ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে। কারণ এর সাথে আপনার গুগল অ্যাকাউন্ট এর নিরাপত্তার বিষয়টি জড়িত।

শক্তিশালী পাসওয়ার্ড ব্যাবহার না করলে বেশিরভাগ ক্ষেত্রে গুগল একাউন্ট হ্যাক হওয়ার সুযোগ থাকে। তাই নিরাপত্তার জন্য একটি শক্তিশালী পাসওয়ার্ড দিন। (use 8 or more characters with a mix of letters, number & symbol)

Confirm Password: 

যে পাসওয়ার্ড টি আপনি প্রথমে দিয়েছেন, হুবহু সেটিকে Confirm Password বক্সে পুনরায় দিন। এখন সবকিছু ঠিক থাকলে Next অপশনে ক্লিক করুন।

ধাপ ২ঃ

এখন আপনাকে আপনার একটি মোবাইল নাম্বার দিয়ে আপনার গুগলের অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। কিভাবে মোবাইল নম্বর দিয়ে গুগল একাউন্ট ভেরিফাই করবেন?

দেশের আয়কনে বাংলাদেশ সিলেক্ট করুন।

নম্বর দেওয়ার অপশনে আপনার মোবাইল নম্বরটি দিন এবং Next ক্লিক করুন।

ভেরিফাই করার জন্য যে নম্বরটি দিয়েছিলেন সে নম্বরে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। ইনবক্স চেক করে ভেরিফিকেশন কোডটি আপনার গুগল অ্যাকাউন্ট এর ভেরিফিকেশন কোড অপশনে দিন এবং Verify বাটনে ক্লিক করুন। এটি করলে আপনার ভেরিফাই এর কাজ শেষ।

ধাপ ৩ঃ

এই ধাপটি আপনার জিমেইল আইডির জন্য অত্যন্ত উপকারী। যদি কখনো আপনার গুগল অ্যাকাউন্ট হ্যাক হয়, অথবা পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকে এক্ষেত্রে আপনার এটি কাজে আসবে। একটি Recovery email address দিন, সেটি হতে পারে আপনার পুরনো কোনো ইমেইল এড্রেস অথবা আপনার বিশ্বস্ত কোনো বন্ধুর।

কোন কারণে আইডির কিছু হলে, আইডিটি ফিরে পেতে এই recovery email address আপনাকে সাহায্য করবে। recovery email দেওয়ার পর, আপনার জন্ম তারিখ এবং লিঙ্গ সিলেক্ট করুন, এবং Next ক্লিক করুন। এরপর পরের পেজে skip অপশন থাকলে skip করে, i am in অপশনে চাপ দিন।

শেষ ধাপঃ

এখন আপনার সামনে গুগলের privacy & Terms আসবে, মূলত এখানে গুগলের বিভিন্ন terms সম্পর্কে বলা থাকে। যদি আপনি চান তাহলে পড়ে নিতে পারেন। এরপর I agree অপশনে ক্লিক করুন এবং পরবর্তীতে Accept বাটনে ক্লিক করলেই আপনার একাউন্ট প্রস্তুত।

কেন আপনি গুগলে অ্যাকাউন্ট করবেন?

গুগল আমাদের নানান সার্ভিস দিয়ে থাকে, যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় কাজের ক্ষেত্রে অনেক দরকারি। সেই সার্ভিস গুলোর মধ্যে বিভিন্ন অ্যাপস, সাইট, যেকোনো কিছু সার্চ, ইউটিউব, গুগল প্লে স্টোর, গুগল ম্যাপ, ব্লগার, এডসেন্স ইত্যাদি রয়েছে।

গুগলের এই সার্ভিস গুলো পাওয়ার জন্য গুগলে আমাদের একটি অ্যাকাউন্ট থাকতে হবে। তানাহলে আপনি এই সুবিধাগুলো গুগল থেকে পাবেন না।

গুগল অ্যাকাউন্ট খোলা নিয়ে বিভিন্ন সমস্যা ও সমাধান?

বন্ধুরা একজন নতুন কেউ যখন গুগলে অ্যাকাউন্ট খুলতে যায়, তখন অনেক সময় সে নানান ধরনের সমস্যার সম্মুখীন হয়। ফলে তারা কিভাবে সেটি সমাধান করবে সেটি বুঝতে পারে না এক্ষেত্রে যে যে সমস্যা গুলো সাধারণত দেখা দেয় সেগুলো হলোঃ

That username is taken. Take another  
username দেওয়ার সময় অনেকের মাঝে That username is taken. Take another লেখাটি শো হয়। এটির মানে হলো আপনার আগে কেউ এই নামটি ব্যাবহার করেছেন।

যদি এমন কোনো লেখা আসে, তাহলে অন্য একটি ইউজারনেম ব্যাবহার করুন। কিংবা ইউজারনেম এর সাথে কিছু সংখ্যা ব্যাবহার করুন।

Password 

পাসওয়ার্ড দেওয়ার সময় অনেকের error আসে মাঝে মাঝে। যখন আপনি একদমই সহজ একটি পাসওয়ার্ড দিবেন তখন হয়তো আপনার মাঝে কোনো error আসতে পারে। তাই একটি কঠিন পাসওয়ার্ড ব্যাবহার করুন।

Mobile Number verification code

এই সমস্যাটি খুব কম হয়, হয়তো কারো হয় না। তাও যদি আপনার ক্ষেত্রে মোবাইল নম্বর দেওয়ার পর সেই নম্বরে ভেরিফিকেশন কোডটি না আসে, তাহলে কিছুক্ষণ অপেক্ষা করার পর আবার resend করলে আপনার কাছে পুনরায় কোডটি পাঠানো হবে।

আমাদের শেষ কথা

বন্ধুরা আজকে আমরা জানলাম কিভাবে খুব সহজে একটি গুগল একাউন্ট খোলা যায়। এই নিয়মে আপনি কম সময়ে একটি Gmail ID খুলতে পারবেন। তবে, গুগল যেহেতু অনেক বড় একটি কোম্পানি। তারা বিভিন্ন সময় বিভিন্ন আপডেট আনতে থাকে। তাই পরবর্তীতে হয়তো গুগল একাউন্ট খুলার সিস্টেম কিছুটা পরিবর্তন হতে পারে।

তবে চিন্তার কোনো কারণ নেই, সব ক্ষেত্রে সঠিক তথ্য দিয়ে আপনি একটি Google Account খুলে নিতে পারবেন। আজকের আর্টিকেলটা ছিল মূলত এই পর্যন্ত। কোনো প্রকার প্রশ্ন, পরামর্শ বা বুঝতে অসুবিধা থাকলে অবশ্যই মন্তব্য করে জানাবেন।
Next Post Previous Post