ভারতের সেরা ১০ ধনী অভিনেতা

আসসালামুআলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালই আছেন। সাধারণত আপনারা তো সবাই কমবেশি ভারতীয় মুভি দেখেন কিন্তু আপনারা কি জানেন যে ভারতের সবচেয়ে ধনী তারকা কে।

ভারতের সেরা ১০ ধনী অভিনেতা
ভারতের সেরা ১০ ধনী অভিনেতা

আজকে আমি আপনাদেরকে বলবো ভারতের শীর্ষ ১০ টি ধনী তারকার নাম। সেই জন্য আমাদের আর্টিকেলটি আপনাকে সম্পূর্ণ পড়তে  হবে না হলে আপনি বুঝতে পারবেন না। তাহলে চলুন দেরী না করে দেখে নেয়া যাক ভারতের শীর্ষ ১০ ধনী তারকার নামঃ

১. শাহরুখ খান 

বলিউডের শীর্ষ  ধনী তারকার মধ্যে সবার শীর্ষে রয়েছে বলিউড বাদশা শাহরুখ খান। আর শুধু এই তারকা ভারতে নয় সম্পদের দিক থেকে এই তারকা সারা বিশ্বে শীর্ষ সারিতে অবস্থান করছে। আর বলিউডেও তিনি সবাইকে টপকে গিয়েছেন। সাধারণত তার আয়ের সিংহভাগ দেশে থাকে তার ব্যবসা থেকে যার মধ্যে কলকাতা নাইট রাইডার, ত্রিনিদাদ এন্ড টোবাগো  নাইট রাইডার্স, গ্রীট চিলিজ এন্টারটেনমেন্টের অন্যতম।

তাছাড়া তিনি পেপসি, নোকিয়া, হোন্ডা ইত্যাদি বড় বড় কোম্পানিগুলো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করে অনেক টাকা আয় করে থাকেন। আর সব মিলিয়ে শাহরুখ খান এখন বর্তমানে 600 মিলিয়ন মার্কিন ডলার সম্পত্তির মালিক যা ভারতীয় মুদ্রায় ৪৫৪০ কোটি টাকার প্রায় বাংলাদেশি মুদ্রায় ৫১০০ কোটি টাকার কাছাকাছি। 

২. সালমান খান 

ভারতের শীর্ষ ধনীর তারকাদের মধ্যে সালমান খান দুই নম্বরে স্থানে অবস্থান করছেন। সালমান খান একধারের যেমন নায়ক তেমনি একধারে গায়ক এবং তিনি সাধারণত সিনেমার প্রযোজক ও বটে। বলিউডের প্রত্যেক ছবি প্রতি ৬০ কোটি পারিশ্রমিক নেওয়া এই তারকা অসংখ্য ট্রাক এবং মটর সাইকেলের মালিক। 

সাধারণত তার গ্যালাক্সিতে অ্যাপার্টমেন্ট বিল্ডিং, অর্পিতা ফার্ম, এবং ক্যানভাস সহ দুটি মেরি ফ্যাক্টরি হাউস ও রয়েছে এ তারকার অধীনে। আর সব মিলিয়ে সালমান খান ৩১০ মিলিয়ন মার্কিন ডলার সম্পত্তির মালিক যা ভারতীয় মুদ্রায় ২৩৪৫ কোটি টাকার কাছাকাছি এবং বাংলাদেশী মুদ্রায় ২৬৩৫ কোটি টাকা প্রায়।

৩. অমিতাভ বচ্চন 

এশিয়ার সেরা ধনীর মধ্যে অমিতাভ বচ্চনের অবস্থান তিন নম্বরে। তাহলে আপনারা সাধারনত বুঝতেই পারছেন যে অমিতাভ বচ্চন এই বয়সে এসেও কত সম্পত্তির মালিক। সাধারণত অমিতাভ বচ্চন সিনেমায় অভিনয়ের পাশাপাশি প্রযোজনা ও করে থাকেন। তাছাড়া তিনি টিভিতে উপস্থাপনার পাশাপাশি বিভিন্ন ধরনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করে থাকে। 

তাছাড়া এসব কাজ গুলোর পাশাপাশি তার অধীনে অনেকগুলো প্রজেক্ট পরিচালিত হয়ে থাকে। সব মিলিয়ে অমিতাভ বচ্চন বর্তমানে ৪০০ মিলিয়ন মার্কিন ডলার সম্পদের মালিক ভারতীয় মুদ্রায় ৩০২৬ কোটি টাকার কাছাকাছি এবং বাংলাদেশি মুদ্রায় ৩ হাজার ৪০০ কোটি টাকা। 

৪. হৃত্বিক রোওশান 

সাধারণত সারা বিশ্বের সেরা হ্যান্ডসাম পুরুষ হৃত্বিক রোশন বর্তমানে ভারতের শীর্ষ ১০ ধনী তারকার মধ্যে চার নম্বর অবস্থান করছেন। প্রতিবছর সাধারণত এই তারকা সেরা ফিট নায়ক হিসেবে খবরের শিরোনাম হয়ে থাকে। সাধারণত এই বলিউডের সেরা হ্যান্ডসাম বয় হৃত্বিক রোশন বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানির ব্র্যান্ড এম্বাসেডর  হিসেবে কাজ করে থাকেন। 

যার মধ্যে কোকা কোলা,মারডো  ইত্যাদি ইন্টারন্যাশনাল কোম্পানি উল্লেখযোগ্য। আর সব মিলিয়ে হৃত্বিক রোশন ৩৭১ মিলিয়ন  ডলার সম্পত্তির মালিক যা ভারতীয় মুদ্রায় ২৮০৬ কোটি টাকার কাছাকাছি এবং বাংলাদেশি মুদ্রায় ৩১৫৪ কোটি টাকা প্রায়।

৫. অক্ষয় কুমার 

বর্তমানে অক্ষয় কুমার ভারতের শীর্ষ ১০ ধনী তারকার মধ্যে ৫ নম্বর স্থানটি দখল করে আছেন। কিন্তু কয়েক বছর ধরে এই তারকা যে পরিমাণ সুপার হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন সেজন্য কয়েক মাসের মধ্যে তিনি আবার ৪ নম্বর অবস্থানে চলে যেতে পারেন। সাধারণত বলিউড তারকাদের মধ্যে অক্ষয় একমাত্র ১০০ টির অধিক ছবি রয়েছে।

বছরে একাধিক মুভি করে অক্ষয় কুমার বর্তমানে ৪০ থেকে ৫০ কোটি টাকা করে চার্জ  করে থাকে।তাছাড়া তিনি ও বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করে ভালো টাকা আয় করেন। তার রয়েছে সাধারণত গোয়াতে বিলাসবহুল একটি বিশাল বাড়ি। সব মিলিয়ে অক্ষয় কুমারের বর্তমান সম্পত্তির পরিমাণ ২৭৩ মিলিয়ন মার্কিন ডলার যা ভারতীয় মুদ্রায় ২০৬১ কোটি টাকার কাছাকাছি এবং বাংলাদেশের মুদ্রা ২৩২১ কোটি টাকা প্রায়। 

৬. আমির খান 

বলিউডের মিস্টার পারফেক্ট খান খ্যাত আমির খান ভারতের পাশাপাশি সারা বিশ্বে জনপ্রিয় একনায়ক। সাধারণত আমির খানের ভারত বর্ষ ছাড়াও বিশ্বের অনেক দেশে অসংখ্য ভক্ত রয়েছে।বলিউডের শীর্ষ পারিশ্রমিক দাবি করা এই তারকা বলিউডের শীর্ষ ১০ ধনী তারকার মধ্যে ছয় নম্বরে রয়েছে। সাধারণত আমির খানের বেশিরভাগ আয় এসে থাকে অ্যাডভার্টাইজমেন্ট বা কোন প্রোডাক্ট এর এড করে। 

আমির খান বেশিরভাগই বিদেশি কোম্পানিগুলোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করে থাকেন। আর সাধারনত অভিনয়ের পাশাপাশি এই তারকা মুভিতে প্রযোজনাও করে থাকেন। আমির খানের মোট সম্পত্তির পরিমাণ ২০৫ মিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি যা ভারতীয় মুদ্রায় ১৭০০ কোটি টাকার কাছাকাছি। 

৭. সাইফ আলি খান 

সাধারণত বলিউডের নবাব বলা হয়ে থাকে সাইফ আলী খানকে। ভারতের সেরা ধনীর তারকার মধ্যে এই তারকা'র অবস্থান রয়েছে সাত নম্বরে। সাধারণত তার আয়ের সিংহভাগ আসে বিভিন্ন কোম্পানির এড করা থেকে। তিনি প্রত্যেকটি অ্যাডভার্টাইজমেন্ট প্রতি তিন থেকে চার কোটি টাকা চার্জ করে থাকেন।

তাছাড়া মুভি প্রতি তিনি চার্জ  করে থাকেন ৬ থেকে ১০ কোটি টাকা। সাধারণত তাছাড়াও এই তারকার একটি প্রোডাকশন হাউজও রয়েছে। সবমিলিয়ে বলিউডের এই নবাব ১৬০ মিলিয়ন ডলারের মালিক ভারতীয় মুদ্রায় ১২১০ কোটি টাকার কাছাকাছি। 

৮. ধর্মেন্দরো

সাধারণত বর্তমান প্রজন্ম হয়তো ধর্মেন্দ্রর খুব বেশি ভক্ত নয়। কিন্তু বলিউডের একসময় অ্যাকশন কিং বলা হতো তাকে। তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারছেন সেই সময় ধর্মেন্দ্র কতটা জনপ্রিয় ছিল। সাধারণত এখনও এই অভিনেতা বিভিন্ন মুভিতে কাজ করে চলেছেন এবং সেইসাথে তিনি বিভিন্ন ছবি প্রযোজনাও করে থাকেন। 

২০১২ সালে এই তারকাকে পদ্মভূষণ পুরস্কার দেয়া হয় যা ভারতের তৃতীয় সম্মানীয় পুরস্কার। বর্তমানে ধর্মেন্দ্র ৭০ মিলিয়ন মার্কিন ডলার সম্পত্তির  মালিক যা ভারতীয় টাকায় ৫৩০ কোটি টাকার কাছাকাছি।

৯. রজনীকান্ত 

সাধারণত রজনীকান্তকে চিনেন না এমন সিনেমাপ্রেমী খুবই কমই খুঁজে পাওয়া যাবে।  সাধারণত এই সুপারস্টার এর ভক্ত ছাড়া ভারতবর্ষজুড়ে এবং এমনকি সারা বিশ্বেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সাধারণত রজনীকান্ত এখনো ৬৯ বছর বয়সেও তামিল ইন্ডাস্ট্রিকে লিড দিয়ে যাচ্ছে। আর প্রতি বছরই এই তারকার কোনো-না-কোনো ব্যয়বহুল সিনেমা মুক্তি পায়। 

সাধারণত তার এ বছর মুক্তি পেয়েছে দরবার নামের একটি মুভি। আর এই তারকা এখনো মুভি প্রতি এখনো ১০০ কোটি টাকা চার্জ করে থাকেন।তাহলে আপনার অবশ্যই বুঝতে পারছেন এই তারকার সম্পদও তাহলে অনেক। বর্তমানে রজনীকান্ত ৬০ মিলিয়ন মার্কিন ডলারের মালিক যা ভারতীয় টাকায় ৪৫৪ কোটি টাকা। বর্তমানে ভারতের সেরা ১০ ধনী তারকার মধ্যে রজনীকান্ত নয় নম্বরে অবস্থান করছে। 

১০. ইরফান খান 

ভারতের ধনী তারকাদের মধ্যে ১০ নম্বরে রয়েছে ইরফান খান। যদিও প্রতিভাবান এই তারকা চলতি বছরের ২৯ এপ্রিল মারা যান।কিন্তু মারা যাওয়ার আগে এই তারকা রেকর্ড পরিমাণ সম্পত্তি রেখে গিয়েছেন। সাধারণত ইরফান খান শুধু বলিউডে নয় তিনি বলিউডের পাশাপাশি অন্যান্য ভাষার বিভিন্ন ছবিতে দারুন অভিনয় করেছেন। 

তাছাড়া হলিউডের মুভিতেও কিন্তু তাকে নিয়মিত দেখা যেত। তার মুভিগুলো কিন্তু খুব বেশি বাজেটের না হলেও বক্সঅফিসে ঠিকই তার ছবিগুলো ব্যবসা করে নিত। যার কারনে ইরফান খান কে বলিউডের সিক্রেট সুপারস্টার হিসেবে আখ্যায়িত করা হয়। 

মারা যাওয়ার আগে ইরফান খান রেখে যান ৩৫০ মিলিয়ন মার্কিন ডলার যা ভারতীয় টাকায় ৩৮০ কোটি টাকার কাছাকাছি। বর্তমানে ভারতের সেরা ১০ ধনী তারকার মধ্যে ইরফান খান এখনো ১০ নম্বরে অবস্থান করছে। সাধারণত এরাই হলো ভারতের শীর্ষ ১০ তারকা সম্পদের দিক থেকে।
Next Post